কলকাতা: সপ্তাহের শুরুর দিনে ভাগ্য কতটা সহায়? কী বলছে সোমবারের রাশিফল?  



মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)


রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সময় দিতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে।


বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)


কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।


মিথুন রাশি (২১ মে-২০ জুন)


উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।


কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)


সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে।


সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)


কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।


কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)


শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)


ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। নিজের মনোভাব স্পষ্ট করুন। সেক্ষেত্রে আশানুরূপ সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি বাড়তি নজর দিন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)


কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।


ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)


ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আপনার কোনো সিদ্ধান্তে তাদের সমর্থন পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।


মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)


আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনের কাজে লাগতে পারেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)


শরীর ভালো থাকবে। কাজকর্মে আশানুরূপ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)


শরীর ভালো না-ও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে