আগামী ২৯ জানুয়ারি, ২০২৫ মৌনি অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলছে কুম্ভ স্নান। কুম্ভ মেলা চলবে শিবরাত্রি পর্যন্ত। মকর রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধের ত্রিগ্রহী যোগ গঠিত হয়েছিল। তার সুপ্রভাব পেয়েছিল বেশ কিছু রাশি। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, আগামী মৌনি অমাবস্যায় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থেকে নবপঞ্চম যোগও গঠিত হবে । এর ফলে ভাল প্রভাব ভোগ করবে চারটি রাশি। সেই রাশিগুলির জাতক জাতিকাদের জীবনে সাফল্য়ের জোয়ার আসবে। শাস্ত্রে মাঘ মাসের অমাবস্যাকে বিশেষ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই অমাবস্যায় স্নান, দান খুবই সুফলদায়ক। দেখে নেওয়া যাক এই মৌনি অমাবস্যায় কোন কোন রাশির জাতকরা ভাল ফল পাবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা এই সময় চাকরিতে পদোন্নতি পেতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী বেতন বাড়তে পারে। নতুন সোর্স থেকে টাকা আসবে। কর্মক্ষেত্রে এই রাশির জাতকদের কাজের প্রশংসা করা হবে। আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই আপনি সাফল্য পাবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা সাফল্যের মুখ দেখতে পাবেন । কর্মজীবনে অগ্রগতি হবে লক্ষণীয়। হঠাৎ আর্থিক লাভের পাশাপাশি সামাজিক সম্মান বৃদ্ধি হতে পারে। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে তরতরিয়ে । এই সময়ের মধ্যে আপনি কিছু কাজ শিখে সকলকে চমকে দিতে পারেন।
কন্যা রাশি
মৌনি অমাবস্যা কন্যা রাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে। এই সময়টি এই রাশির জাতকরা কেরিয়ারের উন্নতির কাজেও লাগাতে পারেন। এই সময়টা আপনার জীবনে সুবর্ণ সময় বলে প্রমাণিত হবে। ভাগ্য আপনার পাশে থাকলে আপনার অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। টাকা আসবে পর্যাপ্ত পরিমাণে ।
কর্কট রাশি
কর্কট রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। জাতক - জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং লাভ পাবেন। আপনি যদি কিছু নতুন কাজ শুরু করতে চান তবে এই সময়টি খুব শুভ হতে চলেছে। বিনিয়োগে ভালো আয় পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।