মেষ রাশি -
এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য অনেক পরিবর্তন আনতে চলেছে। পুজোর মাসে খরচ হয় ঠিকই, তবে নবরাত্রির সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের খরচ বাড়তেই থাকবে। চাকরিতে লাভ হবে। ব্যবসায় উত্থান-পতন থাকবে।


বৃষ রাশি -
বৃষ রাশির জাতকদের জন্য নবরাত্রির শুরুটা খুব ভালো হবে। এই সময় ব্যবসায় সাফল্য আসবে। চাকরি পরিবর্তনের যোগ আছে। চেষ্টায় সব সম্ভব। টাকা আসবে। হালকা খরচ হবে। সব মিলিয়ে দেবীর কৃপায় অর্থাগমের সম্ভাবনা। 


মিথুন রাশি -
পেশাগত ক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতা থেকে সাফল্য পাবেন। ব্যবসায়ও ভালো অগ্রগতি হতে পারে।  খরচ তো থাকবেই।  তবে মনের ইচ্ছাও পূরণ হবে। 



কর্কট রাশি -
সপ্তাহের শুরু কর্কট রাশির জাতকদের জন্য সাফল্য বয়ে আনবে।  ভাগ্য সহায় থাকলে সব কাজ হয়ে যাবে। অর্থে ঘাটতি হবে না। আবার খুব যে টাকা ধরে রাখতে পারবেন এমনও নয়। 









কন্যা রাশি -
কন্যা রাশির জাতকরা এই সপ্তাহের শুরুতে খুব খুশি থাকবেন। আপনার হৃদয়ে ভালবাসা থাকবে। পরিবারের পরিবেশও ইতিবাচক হবে। টাকা জমানোর জন্য চেষ্টা করতে হবে। নইলে উৎসবের মরশুমে টাকা বাঁচানো মুশকিল। 



তুলা রাশি -
নবরাত্রির প্রথম দিন থেকে একটি নতুন সপ্তাহ শুরু হয়েছে। এই সপ্তাহটি আপনার জন্য বিশেষ। অর্থের দিক থেকে ভালো খবর পেতে পারেন। 



বৃশ্চিক -
এই সপ্তাহে আপনি নিজেকে মূল্যায়ন করবেন। অতীতে কী হারিয়েছে এবং কী পাওয়া গেছে তা নিয়ে চিন্তাভাবনা করুন এবংএই সপ্তাহে কিছু ভালো সুযোগ পেতে পারেন। তার সুবিধা নিন। বিনিয়োগে ভুল মানুষের মতামত নেওয়া থেকে বিরত থাকুন। 


ধনু রাশি -
সপ্তাহের মাঝামাঝি পরে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে । মা দুর্গার কৃপা আপনার উপর থাকবে। তাই পরিশ্রমে ঘাটতি যেন না থাকে। 


মকর রাশি
এই সপ্তাহে ধর্মীয় কাজে আগ্রহ বেশি থাকবে। বিদেশ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার কাজের চাপ বাড়তে পারে। সেই সঙ্গে আর্থিক লাভেরও সম্ভাবনা। 


কুম্ভ রাশি -
মাথা খাটিয়ে অর্থ বিনিয়োগ করুন। ভেবেচিন্তে শেয়ার কিনুন , ক্ষতির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে জীবনসঙ্গীর পরামর্শ খুব কার্যকর হতে পারে।


মীন রাশি -
নবরাত্রি থেকে শুরু হওয়া সপ্তাহটি  সুখ নিয়ে আসছে। মান-সম্মান বৃদ্ধি পাবে। আয়ের উৎস বাড়তে পারে। তবে বুঝেশুনে সিদ্ধান্ত নিন।