কলকাতা: নতুন বছরের প্রথম দিন বুধবার। এই দিনটি দেবতাদের দেবতা মহাদেবের পুত্র গণপতিকে উৎসর্গ করা হয়। এই শুভ দিনে ভগবান গণেশের বিশেষ কৃপা দেখা যাবে। ভগবান গণেশ অনেক নামে পরিচিত। গণেশের আরাধনা করলে সকল প্রকার কষ্ট দূর হয়। এছাড়াও জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।


জ্যোতিষশাস্ত্র অনুসারে, নিম্নলিখিত দুটি রাশির জাতক জাতিকারা ভগবান গণেশের আশীর্বাদ পাবেন। সেই ব্যক্তির সকল ইচ্ছা পূরণ হবে। তারা প্রতিটি কাজে সফলতা পাবেন। সম্পদের বৃদ্ধি হবে। 


মিথুন রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৫ সালে বৃহস্পতি চিহ্নটি পরিবর্তন করবে। বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই গমনের কারণে মিথুন রাশির জাতকরা ভালো সুবিধা পেতে পারেন। এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং আরাধ্য দেবতা গণপতি।


বুধকে ব্যবসার অধিপতি বলা হয়। তাই মিথুন রাশির জাতকরা ব্যবসায় ভালো লাভ করতে পারেন। এছাড়াও, মিথুন রাশির জাতকরা কর্মজীবনে সাফল্য পেতে পারেন। গণেশ ও গুরুর কৃপায় মিথুন রাশির মানুষ 2025 সালে সব ধরনের সুখ পাবেন। ত্রুটিপূর্ণ কাজ সম্পন্ন করা হবে. সম্পদ বৃদ্ধি পাবে। কর্মজীবনে নিজের মন অনুযায়ী চাকরি পেতে পারেন।


কন্যা রাশি- বর্তমানে অধরা গ্রহ কেতু কন্যা রাশিতে বিশ্রাম নিচ্ছেন। আগামী বছর কন্যা রাশি কেতু থেকে মুক্তি পাবে। বৃহস্পতি গ্রহ কন্যা রাশির জাতকদের কর্মজীবনে সাফল্য এনে দিতে পারে। গুরুর কৃপায় এই ব্যক্তিদের পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বুধ কন্যা রাশিতে উন্নীত। এই রাশির অধিপতি গ্রহ বুধ।


ভগবান বুধের কৃপায় এই রাশির মানুষ কর্মজীবন ও ব্যবসায় বিশেষ সাফল্য পেতে পারেন। আগামী ২০২৫ সালে এই মানুষদের উপর গণপতির বিশেষ কৃপা দেখা যাবে। ভগবান গণপতির আশীর্বাদে এই মানুষদের জীবনে অর্থ, সম্পদ এবং শস্যের অভাব হবে না। আটকে থাকা কাজ সেরে যাবে। জীবন পাবে নতুন দিশা।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে