কলকাতা: বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনও রমরমিয়ে চলছে 'পুষ্পা ২' (Pushpa 2)। আর সেই ছবির জেরেই কি হালে পানি পাচ্ছে না একাধিক বাংলা ছবি? রাত পোহালেই মুক্তি পাবে চারটি বাংলা ছবি। আর তার আগের সন্ধেই হল না পাওয়া নিয়ে ক্ষোভের ছবি দেখা গেল টলিউডে। অনেককেই বেশ বিব্রত দেখাল। একাধিক সিনেমার তো অ্যাডভান্স বুকিংও শুরু হয়েছে অনেক দেরিতে। বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলা ছবিগুলি? দেখে নেওয়া যাক 


বুধবার সন্ধেয় হল পাওয়া নিয়ে একটু বিব্রতই দেখাচ্ছিল রাজ চক্রবর্তীকে। প্রচার সারছিলেন বটে, তবে সাক্ষাৎকার দেওয়ার সময় খেই হারাচ্ছিলেন বার বার। পাশে বসে থাকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) বারে বারে বলছিলেন, 'হলের বিষয়টা মাথায় ঘুরছে তোমার তাই না?' বুধবার রাতের দিকে জানা গেল, ছবিটা সত্যিই বিব্রত হওয়ার মতোই। রাত পোহালেই মুক্তি পাচ্ছে, রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) অভিনীত ছবি 'সন্তান'। খোঁজ নিয়ে জানা গেল, দক্ষিণ কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে শো পায়নি 'সন্তান'। 'পুষ্পা ২'-এর দাপটে হল পেতে সমস্যায় পড়েছিল 'খাদান'-এর মতো ছবিও। 


দক্ষিণ কলকাতার প্রেক্ষাগৃহগুলির মধ্যে আইনক্স হাইল্যান্ড পার্ক, সিনেপলিস অ্যাক্রোপলিস মল, আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, পিভিআর মানি স্কোয়্যার মল গুলিচে শো পেয়েছেন 'সন্তান'। নন্দন বা প্রিয়ার মতো সিনেমায় জায়গা পায়নি এসভিএফের প্রযোজিত নতুন এই ছবি। দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পায়নি 'সন্তান'। এই হলগুলি ছাড়া রাজারহাট, সল্টলেক ও হাওড়ার বেশ কয়েকটি হলে শো পেয়েছে 'সন্তান'। জেলার দিকে কয়েকটি মাল্টিপ্লেক্সে শো পেয়েছে 'সন্তান'। তবে সিঙ্গল স্ক্রিনে 'সন্তান'-এর শো পাওয়ার রেকর্ড বেশ খারাপই বলা যায়। 


কেন সিঙ্গল স্ক্রিন জরুরি ব্যবসার জন্য? এখনও মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গল স্ক্রিনে টিকিটের দাম বেশ কম। সেই কারণে এখনও অনেক মানুষই পছন্দ করেন সিঙ্গল স্ক্রিনে ছবিটি দেখতে। সেই কারণেই পরিচালক প্রযোজকের কাছে, কটা সিঙ্গল স্ক্রিনে ছবিটি মুক্তি পেল তা গুরুত্বপূর্ণ।আর 'সন্তান' শো পায়নি দক্ষিণ কলকাতার একটিও সিঙ্গল স্ক্রিনে। উত্তর কলকাতাতেও তুলনামূলকভাবে কম সিঙ্গল স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'সন্তান'। মাল্টিপ্লেক্সে সর্বাধিক ৪টি করে শো পেয়েছে 'সন্তান'। 


আরও পড়ুন: Khadaan Movie: অন্য ভাষার ছবির জন্য হল পাচ্ছে না 'খাদান', বন্ধ অগ্রিম বুকিং ও! বিস্ফোরক দেব


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।