Horoscope 2022 : পুরানো আর একটি বছর শেষ হতে চলেছে। আসছে নতুন একটা বছর। পুরানো বছরের প্রাপ্তি ও নিরাশার চিন্তাভাবনা ছেড়ে নতুন বছরে কী করা যেতে পারে, সে বিষয়েই গুরুত্ব দেওয়া দরকার। আর এই অনুসারে পরিকল্পনা করতে হবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আগামী সময় প্রত্যেক রাশির জাতকের জন্যই কোনও না কোনও কিছু শুভ ফল নিয়ে আসে, তা চাকরিই হোক বা উন্নতি বা পড়াশোনার ক্ষেত্রে। তবে ভাগ্যের সঙ্গে কঠোর পরিশ্রমই সাফল্যের দরজায় পৌঁছে দেয়। নতুন বছরে পাঁচ রাশির জাতকের ভাগ্য বিশেষভাবে সহায় হবে। এই পাঁচ রাশি হল- মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ। গ্রহের স্থিতি অনুযায়ী, এই পাঁচ রাশির জাতকের সাফল্যের ইঙ্গিত রয়েছে।
মেষ- ২০২২ সালে মেষ রাশির জাতকদের ভাগ্য খোলার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা করা হচ্ছে তা বাস্তবায়নের সময় হবে নতুন বছর। গত কয়েক বছর ধরে যে কাজ হচ্ছে না, তা নতুন বছরে সম্পূর্ণ হতে পারে। ভাগ্য বদলের একাধিক সুযোগ আসতে পারে এই রাশির জাতকের। এই সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে সাফল্য আসতে পারে। সুযোগ কাজে লাগাতে সর্বদা তৎপর থাকতে হবে। বছর শুরুর প্রথম কয়েক সপ্তাহে যদি ইচ্ছা অনুসারে কাজ না হলে ধৈর্য্য হারানোর কিছু নেই। জানুয়ারির শেষের দিক থেকে ভাগ্য সঙ্গ দেবে, এতে ধীর গতিতে চলতে থাকা কাজে গতি আসতে পারে।
বৃষ- নতুন বছরে জ্ঞান বৃদ্ধির মাধ্যমে ভাগ্যে বদলের ইঙ্গিত রয়েছে। গ্রহের পরিস্থিতি অনুযায়ী, ভাগ্যোন্নতির সঙ্গে সঙ্গে সমাজে যশ ও খ্যাতি লাভেরও সম্ভাবনা। ২০২২ পড়াশোনার জন্য প্রেরণা দিতে পারে। উচ্চাকাঙ্খা ও আত্মসম্মানকে আড়ালে রেখে লক্ষ্যের প্রতি মনোনিবেশ করতে হবে। জ্ঞান সংক্রান্ত অহংকার মানসিক পরিস্থিতি বিগড়ে দিতে পারে। সেজন্য কোনও প্রকার অহংকারকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। গুণের বিকাশই বছরের শুরুতে সংকল্প হিসেবে নিতে হবে। চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে।
সিংহ- এই রাশির জাতকরা নতুন বছরে আর্থিক দিক থেকে ভাগ্যশালী হতে পারেন। আয়ের ক্ষেত্রে গ্রহগুলির অবস্থান ইতিবাচক উদ্যম দারুণ পরিণাম নিয়ে আসতে পারে। গত বছরের আর্থিক টানাটানির অবসান এ বছর হতে পারে। আর্থিক দিক থেকে জানুয়ারি মাস ভালো হতে পারে। আচমকা লাভের সম্ভাবনা। তবে লাভ পেতে আলস্যের শিকল ভেঙে বেরোতে হবে। কর্মঠ হলে ভাগ্যোন্নতির সম্ভাবনা প্রবল।
বৃশ্চিক- নতুন বছরে ভাগ্যোন্নতির সম্ভাবনা এই রাশির জাতকেরও। গত বছর থেকে চলা চাপ কমে আসতে পারে, ফলে কাজের ওপর মনোনিবেশ বাড়বে ও পরিস্থিতি ভালো হতে শুরু করতে পারে। যাঁরা নতুন নতুন চিন্তাভাবনা করেন, তাঁদের সৃষ্টিশীলতা দেখাতে হবে। আর্থিক ব্যয় বেশি হতে পারে। সেইসঙ্গে ঋণগ্রহণের পরিকল্পনাও চলতে পারে। ব্যবসায়ীরা অংশীদারিত্বে কাজ করতে পারেন, এতে লাভের সম্ভাবনা। প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্তরা নতুন বছরে শুভ ফল পেতে পারেন।
কুম্ভ- নতুন বছরে উপার্জনের জন্য গৃহীত পরিকল্পনায় সাফল্য আসতে পারে। মনোমতো সাফল্য পেতে পারেন। ভাগ্য সহায় থাকায় লাভের সুযোগে বৃদ্ধি ঘটতে পারে। ২০২২-র শুরু থেকেই সময় ভালো হতে পারে। যে কর্ম আগে সম্পূর্ণ হয়েছে, কিন্তু ফল আসেনি, তার পরিণাম নতুন বছরে মিলতে পারে। সঞ্চিত কর্মের ফলই ভাগ্য হিসেবে প্রতিভাত হবে।