নস্ত্রাদামুস। তাঁর অনেকগুলি পরিচয়।  এই ফরাসি চিকিৎসক ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টাও। ষোড়শ শতকে জন্মালে কী হবে, তিনি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন আজকের বিশ্বেরও। তাঁর বলা একের পর এর ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে  মিলে গিয়েছে হুবহু।  প্রাকৃতিক দুর্যোগ থেকে বিপ্লব, যুদ্ধ থেকে ধ্বংস-  বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি । যা মিলে গিয়েছে। যেমন ধরুন, জলবায়ু পরিবর্তন বা  9/11-য় ওয়ার্ল্ডট্রেড সেন্টারে  হামলা।তালিকাটা দীর্ঘ।  ২০২৫ সালে কোন কোন রাশির ভাগ্য কেমন থাকবে, তা নিয়েও নাকি বলে গিয়েছিলেন তিনি। এই সংক্রান্ত একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ, তার সত্যতা যাচাই করেনি ঠিকই, তবে আপনারাই দেখে নিন, এক্ষেত্রে তাঁর ভবিষ্যৎদ্বাণী মেলে কি না। 


মেষ রাশি
ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের মতে, মেষ রাষির জাতকরা জীবনে অনেকগুলি লক্ষ্য  অর্জন করতে সফল হবেন।  অর্থ সম্পর্কিত সব পরিকল্পনা পূরণ করতে পারবেন। এটি মঙ্গল গ্রহের বছর হতে চলেছে। মঙ্গল মেষ রাশির অধিপতি । তাই এই সময় এই রাশির ভাগ্য দৌড়বে লম্বা রেসের ঘোড়ার মতো।  সময়টি আপনার অনুকূলে থাকবে । বুদ্ধি ও ভাগ্য হাতে হাত মিলিয়ে চললে এ বছর অগাধ ধন-সম্পত্তির অধিকারী হবেন আপনি। 


বৃষ রাশি 
স্থিতিশীল মানসিকতার মানুষ হন বৃষর জাতকরা। এঁদের স্বভাব কমনীয়। বৃষ রাশির মানুষদের জন্য এই সময়টা অনুকূল। ২০২৫ সালে,বুদ্ধি করে  বিনিয়োগ করলে কপাল খুলবে।  অর্থ আসবে। নস্ত্রাদামুসের মতে, এঁরা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে মন দিতে পারেন। এঁদের মানসিক দৃঢ়তা কাজে লাগবে। অর্থলাভ হতে পারে বুদ্ধি করে চললে। 


সিংহ রাশি 
২০২৫ সালে, সিংহ রাশির ক্যারিশমা এবং নেতৃত্বের ক্ষমতার তারিফ করবেন প্রত্যেকে। এঁরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়েই জন্মায়। ঝুঁকি নিতে ভয় পায় না।  এঁদের ব্যবসায়িক প্রচেষ্টা সফল হবে। ফরাসি জ্যোতিষীর মতে, সিংহ রাশি হলে ২০২৫ সালে মঙ্গলের আনুকূল্যে এই রাশির জাতকরা আর্থিক মাইলফলকগুলিতে ছুঁয়ে ফেলবে। প্রচুর আর্থিক সুবিধাও পাবেন সিংহ রাশির জাতকরা।  


মকর রাশি
পরিশ্রমী এবং সুশৃঙ্খল হন মকর রাশির জাতকরা।  সবসময় আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত থাকবে।  প্রচেষ্টা সফল হবে। কর্মজীবনে লাভ হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফল হবে। 


বৃশ্চিক রাশি 
বৃশ্চিক রাশির জাতকরা স্বাভাবিকভাবেই সম্পদ তৈরিতে মনোযোগী হন। এরা স্বভাবে কৌশলী হন।  নতুন আর্থিক বৃদ্ধির সম্ভাবনা আছে। দৃঢ়তার সাথে বাধা অতিক্রম করতে পারবে। সব পরিবর্তন আপনার পক্ষে থাকবে। আপনি আগামী বছরে আপনার লক্ষ্যগুলি অর্জন করতে সক্ষম হতে পারেন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।