কলকাতা: অক্টোবর পুজোর মাস। এই মাসেই শারদীয়া দুর্গাপুজো। আবার এই মাসের শেষেই হয়েছে কালীপুজো-দীপাবলি। উৎসবের এই মাস অনেকেরই ভাল যাবে। কিন্তু বিশেষ করে ৬ রাশির জাতক-জাতিকাদের জন্য পুরো মাসটিই বেশ ভাল কাটতে পারে। এই বছরের অক্টোবর, এই রাশির জাতকদের জন্য প্রচুর সুবিধা এনে দেবে। এই সময়ের মধ্যে তাঁরা প্রচুর অর্থ, কর্মজীবনে অগ্রগতি দেখতে পারেন। ব্যবসায় লাভ এবং জীবনসঙ্গী পাওয়ার মতো অনেক সুবিধাও পেতে পারেন। 


বৃষ রাশি:
এই রাশির জাতক-জাতিকারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি ও পদোন্নতির স্বপ্ন দেখছিলেন, এই মাসে তা পূরণ হবে। এছাড়া তাঁরা বিপুল আর্থিক সুবিধাও পাবেন। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীরা এই সময় প্রচুর আয় করতে পারবেন। জীবনে সুখ থাকবে। 


মিথুন রাশি:
অক্টোবর মাস মিথুন রাশির জাতকদের জন্য অনেক সুখ নিয়ে আসবে। এরা এঁদের পেশাগত জীবনে উচ্চ লাভ পেতে পারেন। উন্নতির পথ সহজ হবে। এই রাশির জাতকরা খ্যাতি পেতে পারেন। প্রেম জীবনে সব ভাল হবে। বিবাহিতদের জন্যও সময় খুব ভাল। 


কর্কট রাশি:
এই রাশির জাতকদের ক্ষেত্রেও অক্টোবর মাস ভাল যাবে। সৌভাগ্য়ের অধিকারী হবেন এঁরা। এই রাশির জাতক-জাতিকারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ভাল সংযোগ পাবেন। তাঁরা বিপুল মুনাফা অর্জন করতে পারেন। পরিবারে সুখের পরিবেশ থাকবে। সবার থেকে সমর্থন পাবেন আপনি। 


সিংহ রাশি:
এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা নিজের নামে কিছু অর্জন করতে পারেন। আপনি খুশি হবেন এবং আপনার আত্মবিশ্বাসও বাড়বে। কাজের জীবনে নতুন সুযোগ আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দীর্ঘ সময় ধরে চলা সমস্যার অবসান ঘটবে। 


কন্যা রাশি:
এই জাতক-জাতিকাদের জন্য অক্টোবর মাস শুভ হতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে আয় হতে পারে আপনার। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। 


তুলা রাশি:
এই মাসটি তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সোনালি দিনের সূচনা করবে। অফিস এবং বাড়িতে উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনি। আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পাবেন। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঞ্চয়ও বৃদ্ধি হবে। বিয়ের যোগ হতে পারে।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আরও পড়ুন: Supreme Court: দেশের কোনও অংশকে কেউ পাকিস্তান বলতে পারেন না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট