কলকাতা: সেপ্টেম্বর মাসে কেন্দ্র যোগ, রাশি পরিবর্তন যোগ, বুধাদিত্য রাজযোগের প্রভাব থাকবে, যা মেষ থেকে মীন রাশির কেরিয়ার ও আর্থিক জীবনকে প্রভাবিত করবে। এ সময় কিছু রাশিরল জাতকরা লাভবান হবেন, আবার কোনও কোনও রাশির জাতকদের সতর্ক থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সেপ্টেম্বর মাসে বৃহস্পতি মিথুনে ও সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে। এ কারণে বৃহস্পতি ও সূর্যের মধ্যে কেন্দ্র যোগ তৈরি হচ্ছে। আবার কিছু সময়ের জন্য বুধ ও সূর্যের মধ্যে রাশি পরিবর্তন যোগ এবং বুধাদিত্য যোগেরও শুভ সংযোগ থাকবে।
এ সময় একাধিক রাশির জাতকরা অসাধারণ আয় করতে পারবে। মিথুন, সিংহ-সহ বেশ কিছু রাশির জাতকরা ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে লাভবান হবেন। ধনবৃদ্ধির শুভ সংযোগ তৈরি হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সুখকর পরিণাম পেতে পারেন। এই মাসে মেষ থেকে মীনের কেরিয়ার ও আর্থিক জীবন কেমন কাটবে?
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই মাসটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে উন্নতি সম্ভভ। ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। আর্থিক জীবনে ধীরগতিতে উন্নতি সম্ভব। যাত্রা বাতিল করা শ্রেয়, ত না-হলে সমস্যা সম্ভব। মাসের শেষে এমন কোনও ব্যক্তির পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা এ মাসে ব্যবসার কারণে যাত্রা করলে সাফল্য পেতে পারেন। যুবকদের সহযোগিতায় জীবনে সুখ-শান্তি অনুভব করবেন। আর্থিক ক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। ধনবৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। কাঙ্খিত পরিবর্তনের জন্য অধিক অপেক্ষা করতে হবে। মাসের শেষের দিকে পরিস্থিতি উন্নত হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা নতুন প্রকল্পের মাধ্যমে সাফল্যের পথে অগ্রসর হবেন। সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট থাকবেন। আর্থিক ক্ষেত্রেও সময় অনুকূল। সাফল্য লাভ করতে পারেন। ধন বৃদ্ধির শুভ সংযোগ তৈরি হচ্ছে ও লগ্নির দ্বারা লাভ অর্জনের ফলে খুশি হবেন। কাজকর্মের কারণে যাত্রার দ্বারা ভালো পরিণাম পাবেন।
ধনু রাশি
ব্যবসার জন্য এই মাসে যাত্রা করলে সাধারণ সাফল্য লাভ করতে পারেন। আবার এমন কোনও প্রতিশ্রুতি দিতে পারেন, যা সময়ের মধ্যে পূরণ করা সম্ভব নয়। যাত্রা বাতিল করা শ্রেয়। কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে বিপরীত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে সমস্যা সম্ভব। আর্থিক জীবনে কোনও বহিরাগত ব্যক্তির হস্তক্ষেপে লোকসান সম্ভব। এমন পরিস্থিতিতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
মীন রাশি
আর্থিক জীবনের জন্য সময় ভালো। মহিলার সহযোগিতায় আর্থিক উন্নতি হবে। কর্মক্ষেত্রেও উন্নতি লাভ করতে পারবেন। অংশীদারীর প্রকল্পের মাধ্যমে ভালো পরিণাম পেতে পারেন। সাফল্যের পথে অগ্রসর হবেন। লগ্নির দ্বারাও লাভান্বিত হবেন এ মাসে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।