Radha Ashtami 2021: জন্মাষ্টমীতে কৃষ্ণের আবির্ভাব দিবস পালনের কয়েক দিন পরেই পালন করা হয় শ্রীমতি রাধিকার জন্মতিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম, এমনটাই জানা যায় শাস্ত্রমতে। আজ দেশজুড়েই রাধাষ্টমী পালন করা হচ্ছে। কৃষ্ণ সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি হিসেবে দেখা হয় এই দিনটিকে।  


শাস্ত্র অনুসারে, কৃষ্ণের জন্মদিনের ১৫ দিন পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরার পবিত্র বারসনায় রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের উপর শ্রীরাধাকে পেয়েছিলেন। জ্যোতিষ শাস্ত্র মতে, রাধাষ্টমীতে উপবাস রেখে শ্রীরাধিকার আরাধনা করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। 


১৪ সেপ্টেম্বর, ২৮ ভাদ্র, মঙ্গলবার শ্রী শ্রী রাধাষ্টমীর শুভ লগ্ন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, অষ্টমী তিথি আরম্ভ– দুপুর ৩টে ১২ মিনিট। অষ্টমী তিথি শেষ– সময়– দুপুর ১টা ১০ মিনিটে। সারাদিনই শুভ আবির্ভাব তিথি, শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত, দূর্বাষ্টমী ব্রত পালন করা যাবে। 


আরও পড়ুন , 'আমি একমাত্র শ্রীরাধিকারই বশীভূত, তাই তো আগে রাধানাম'! সূর্যদেবকে বর দিয়ে বলেছিলেন কৃষ্ণ


গুপ্তপ্রেস পঞ্জিকা মতে– অষ্টমী তিথি আরম্ভ– সময়– সন্ধ্যা ৫টা ১৭ মিনিট ২৬ সেকেন্ডে। অষ্টমী তিথি শেষ সময়– দুপুর ২টো ৫২ মিনিট ৫০ সেকেন্ডে। দূর্বাষ্টমী ব্রত, শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত পালনের সময় একই।               


সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে লাল বা হলুদ কাপড় পেতে শ্রী কৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করতে হয়। পাশাপাশি পুজোর ঘটও স্থাপন করার  নিয়ম রয়েছে। ভক্তরা প্রথমে কৃষ্ণের পুজো করার আগে, রাধার পুজো করেন। বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপস্খলন হয়। এই ব্রতপালনে দুঃখ দুর্দশা দূর হয়। পরম শান্তি লাভ হয়। গৃহে অভাব থাকে না। সব অমঙ্গল দূর হয়, বলে বিশ্বাস।