কলকাতা: রাহু-কেতুর প্রভাবে তৈরি হয় কালসর্প দোষ। বর্তমানে এই দোষের প্রভাব রয়েছে। জ্যোতিষ অনুযায়ী জন্মছকে রাহু ও কেতু একই দিকে অবস্থান করলে এই অশুভ যোগের নির্মাণ হয়। যদিও প্রাচীন জ্যোতিষ গ্রন্থে এর স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না, তবে পুরাণে এটি নাগদোষ বা পিতৃদোষ নামে পরিচিত। আধুনিক জ্যোতিষে কালসর্প দোষকে মানসিক অবসাদ, বাধা সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়। ১৮ মে রাহু ও কেতুর রাশি পরিবর্তনের পর সমস্ত গ্রহ এর প্রভাব ক্ষেত্রের মধ্যে এসে অবস্থান করছে।
এ সময় রাহু কুম্ভ এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করে সমস্ত গ্রহকে বন্ধক বানিয়ে রেখেছে। যার ফলে তৈরি হয়েছে কালসর্প দোষ। ২৮ জুলাই পর্যন্ত এই দোষের প্রভাব থাকবে। মঙ্গল সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যায় প্রবেশ করলে এই অশুভ যোগের প্রভাব সমাপ্ত হবে। কালসর্প যোগের কারণে ২৮ জুলাই পর্যন্ত সিংহ-সহ ৪ রাশির জাতকদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। কালসর্প যোগের কারণে এই রাশির জাতকরা মানসিক, আর্থিক ও পারিবারিক জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কোন কোন রাশির জাতকদের এ সময় সতর্ক থাকতে হবে?
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জীবনে শনির সাড়েসাতি চলছে। আবার কেতু এই রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে। প্রথা থেকে সরিয়ে কিছু করার উৎসাহ থাকবে এই রাশির জাতকদের মধ্যে, যে কারণে বিরোধিতার শিকার হবেন এঁরা। প্রেম জীবনে অবসাদ থাকবে। আবার খুব সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজের কারণে লোকসান সম্ভব। শিক্ষা বা কাজকর্মের কারণে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। সংক্রমণ থেকে নিরাপদে থাকুন।
সিংহ রাশি
এই রাশিতে কেতু অবস্থান করছে। আবার রাহু আপনার রাশিতে সরাসরি দৃষ্টি দিচ্ছে। এর পাশাপাশি মঙ্গলও এই রাশিতে বিরাজমান। তাই এ সময় চাকরি ও ব্যবসায় সংযম ও শান্তিতে কাজ করতে হবে। রাগের মাথায় চাকরি বা কাজে পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন। বিবাদ এড়িয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক খতিয়ে দেখে নিন, তা না-হলে লোকসান সম্ভব।
কুম্ভ রাশি
কুম্ভ জাতকদের জন্য কালসর্প দোষ অশুভ প্রভাব নিয়ে আসছে। এই রাশিতে শনির সাড়েসাতির শেষ পর্যায় চলছে। আবার এই রাশিতেই রাহু প্রবেশ করেছে। কারণ কোনও না-কোনও ভুল পদক্ষেপ করতে পারেন, যার ফলে লোকসান হবে। স্বাস্থ্যের বিষয় সতর্ক থাকতে হবে। প্রেম জীবনে মনোমালিন্য সম্ভব। বাইরের খাওয়া-দাওয়া ত্যাগ করুন। আর্থিক সমস্যা ও অনিচ্ছা সত্ত্বেও কিছু ব্যয়ের মুখোমুখি হতে পারেন।
মীন রাশি
এই রাশির জাতকদের জন্য কালসর্প দোষ বিশেষ ভাবে ক্ষতিকর। এই রাশিতে একদিকে সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চলছে, অন্য দিকে রাহু দ্বাদশ ও কেতু ষষ্ঠ স্থানে গোচর করছে। এ সময় হঠাৎই কোনও আর্থিক লোকসান হতে পারে। ভুল সিদ্ধান্ত লোকসান করাতে পারে। স্বাস্থ্য সমস্যা মাথা চাড়া দিলে সমস্যায় পড়তে পারেন। সাবধানে গাড়ি চালান।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।