কলকাতা: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের গতিবিধি এবং এর প্রভাবের পাশাপাশি গ্রহগুলির মহাদশাও ব্যাখ্যা করা হয়েছে। গ্রহের মহাদশা ও অন্তর্দশার মধ্যে দিয়ে যখন কোনও ব্যক্তি যায়, তখন তাঁর জীবনে এর ব্যাপক প্রভাব পড়ে। যদি রাহুর মহাদশা হয়ে থাকে তাহলে এটি ২ ভাবে ফল পেতে দেখা যায়। রাহু যদি রাশিতে শুভ হয় তবে রাহুর মহাদশা কোনও জাতকে রাজার মতো জীবন দেয়। রাহুর মহাদশা ১৮ বছর স্থায়ী হয় এবং এই সময়ে এটি কোনও ব্যক্তিকে বিলাসবহুল জীবন, উচ্চ অবস্থান এবং স্বীকৃতি দেয়। জেনে নিন রাহুর মহাদশা কী এবং এর প্রভাব ও প্রতিকার।
যদি রাহু কারও কুণ্ডলীতে কোনও শুভ অবস্থানে থাকে তাহলে রাহুর মহাদশা সেই ব্যক্তির জন্য বর হতে পারে। তিনি দুনিয়ার সব সুখ, অঢেল সম্পদ, উচ্চ পদ ও যশ পেয়ে থাকেন। কিন্তু রাহু যদি কোনও ব্যক্তির রাশিতে অশুভ অবস্থানে থাকে তাহলে সেই মহাদশার কারণে ১৮ বছর সমস্যায় কাটে। তাঁকে নানা ধরনের ঝামেলা ও সঙ্কটের সম্মুখীন হতে হয়। অশুভ রাহু মহাদশার সময় একজন রাজাকেও দরিদ্রে পরিণত করে।
১৮ বছর স্থায়ী হয়:
রাহুর মহাদশা ১৮ বছর স্থায়ী হয়। রাহুর মহাদশার তৃতীয়, ষষ্ঠ ও নবম বছর বিশেষ হয়ে থাকে। এই বছরগুলি ইতিবাচক অথবা নেতিবাচক হতে পারে। যাঁদের কুণ্ডলীতে অশুভ রাহু রয়েছে তাঁদের জন্য রাহুর মহাদশার এই বছরগুলিতে সমস্যা হতে পারে।
কঠোর পরিশ্রমের পরেও সাফল্য পেতে অনেক সংগ্রাম করতে হয়। আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যক্তির স্বভাব খিটখিটে হয়ে যেতে পারে। হতাশা গ্রাস হতে পারে। এক্ষেত্রে অনেকসময় ভাগ্যের ফেরে অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন জাতক।
রাহুর মহাদশার অশুভ প্রভাব থেকে বাঁচার উপায়:
রাহুর মহাদশা যদি খুব সমস্যা তৈরি করে, তাহলে এর অশুভ প্রভাব এড়াতে কিছু ব্যবস্থা নিতে পারেন।
রাহুর মহাদশার অশুভ ফল এড়াতে প্রতি সোমবার শিবের জলাভিষেক করুন। এছাড়াও শিব চালিসা পাঠ করুন। প্রতি শনিবার বটবৃক্ষের পুজো করুন।
রাহুর মহাদশায় আক্রান্ত ব্যক্তিকে লাল রঙের পোশাক পরা উচিত। এটি তাঁর আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং তাঁর পক্ষে চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ করে তোলে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে