কলকাতা : এবার রাখীবন্ধন (Rakhi Purnima 2023) ৩০-৩১ অগাস্ট পালন করা হবে। তথ্য অনুসারে, এবার রাখীবন্ধন উপলক্ষে ২০০ বছর পর দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। তাতে কিছু রাশির উপর বৃহস্পতি ও শনি গ্রহের শুভ প্রভাব থাকবে। এই অদ্ভুত সংযোগের কারণে কিছু রাশির ভাগ্যের চাবি খুলতে চলেছে। তাঁরা ধনলাভের সাথে সাথে ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন। জেনে নেওয়া যাক, রাখীবন্ধনের শুভ সংযোগে লটারি লাগতে চলেছে কোন কোন রাশির ?
২০০ বছর পর রাখীবন্ধনের সময় দুর্লভ সংযোগ-
রাখীবন্ধনের সময় শনি ও বৃহস্পতি তাদের নিজস্ব রাশিতে বিপরীতমুখী অবস্থায় বসে থাকবে, যে কারণে কিছু রাশির উপর এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। বিশেষ করে ব্যবসায়ী শ্রেণি বিপুল লাভবান হবেন। একই সময়ে, ২৪ বছর পরে রাখীবন্ধনে রবি যোগের সঙ্গে বুধাদিত্য যোগ এবং শতাব্দী নক্ষত্রের সংমিশ্রণ রয়েছে। এই বিরল সংমিশ্রণটি ভাগ্যশালী রাশিগুলিকে সমৃদ্ধি এবং রাজযোগের সুবিধা দেবে।
সিংহ রাশি- রাখীবন্ধনের সময় অদ্ভু সংযোগে সিংহ রাশির জাতকদের ভাগ্য চমকাবে। মা লক্ষ্মী ও শনির কৃপায় ব্যবসার সঙ্গে জড়িতরা লাভবান হবেন। পরিবারে খুশি আসবে। এই সময়টি বিনিয়োগের জন্য অনুকূল, এই সময়ে করা বিনিয়োগ দীর্ঘমেয়াদি ফল দেবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে।
মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের ভাগ্য সহায় হবে। আগামী এক মাস পৃথক জায়গা থেকে অর্থ আসবে। আর্থিক সমস্যা থেকে স্বস্তি মিলবে। আর্থিক অবস্থা আরও মজবুত হবে। সঞ্চয় করতেও সক্ষম হবেন। পৈত্রিক সম্পত্তি থেকে ধনলাভ হবে। বৃহস্পতির শুভ প্রভাবে বিয়ের বাধা কেটে যাবে।
ধনু রাশি- এই রাশির জাতকদের জন্য রাখীবন্ধনের দিন সৌভাগ্যপূর্ণ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও পূরণ হবে। জীবনসঙ্গী বা পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। কার্যক্ষেত্রে রাজযোগের জেরে লাভবান হবেন। আয়ের উৎস বাড়বে। সমাজে মান-সম্মান বাড়বে। যে ছাত্র সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তিনি সাফল্য পাবেন।
আরও পড়ুন ; অফিসে প্রমোশন পেতে লক্ষ্মীবারে করুন এই প্রতিকার, না চাইতেই আসবে টাকা
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।