Chandrayaan 3 Landing: চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণের পরেই কাজ শুরু করে দিয়েছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠিয়েছে এই যন্ত্র। ইসরোর তরফে জানানো হয়েছে এই ছবি তোলা হয়েছে ল্যান্ডার বিক্রমের Horizontal Velocity Camera দিয়ে। গতি কমিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় এইসব ছবি তুলেছে ল্যান্ডারের ক্যামেরা। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং বেঙ্গালুরুর MOX-ISTRAC এর মধ্যে সংযোগ সঠিকভাবে স্থাপন হয়েছে। আর তার ফলে সফলভাবে চন্দ্রপৃষ্ঠের এইসব ছবি এসেছে ইসরোর হাতে।
২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং হয়েছে চন্দ্রযান ৩ মহাকাশযানের। প্রাথমিক পর্যায়ে অবতরণ করেছে ল্যান্ডার 'বিক্রম'। এরপর এর ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের মাটিতে সফল অবতরণের পরেও বার্তা পাঠিয়েছিল চন্দ্রযান ৩।
একসঙ্গে একাধিক রেকর্ড তৈরি করল ভারতের ISRO. চন্দ্রযান ৩- (Chandrayaan 3)এর হাত ধরে মহাকাশ বিজ্ঞানে বড়সড় লাফ দিল ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং (Soft Landing) করল ভারত। নির্দিষ্ট সময়ে চাঁদের মাটি ছুঁল বিক্রম। একদিকে সফল সফট ল্যান্ডিং করে বিশ্বের এলিট স্পেস ক্লাবে (Elite Space Club) যেমন ঢুকে পড়ল ভারত। তার পাশাপাশি তৈরি করল আরও একটি রেকর্ড (Record)। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর (Moon South Pole) কাছে সফল ভাবে সফট ল্যান্ডিং করল ভারতের পাঠানো মহাকাশযান। চাঁদের মাটিতে জলের খোঁজের জন্য এখন এই এলাকাতেই নজর সারা বিশ্বের।
এক চন্দ্রদিবস তাঁদের মাটিতে থাকবে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'। পৃথিবীর হিসেবে এই এক চন্দ্রদিবস আসলে ১৪ দিন। আগামী ১৪ দিন চাঁদের বুকে অনুসন্ধান চালাবে, নমুনা সংগ্রহ করবে রোভার 'প্রজ্ঞান'। তাই বলে বসে থাকবে না ল্যান্ডার 'বিক্রম'। দুর্গম জায়গায় রোভার 'প্রজ্ঞান'কে নামতে সাহায্য করার পাশাপাশি নিজের কাজও রয়েছে তার।
আরও পড়ুন- 'ব্যর্থতা থেকেই সাফল্য়ের জ্বালানি', শুভেচ্ছা জানালেন নাম্বি নারায়ণ