মেষ রাশি (Mesh Rashi) : মেষ রাশির জাতকদের জন্য বুধবার দিনটি চিন্তায় কাটতে পারে। কোনও কাজের চিন্তা হতে পারে। যে কারণে আপনি বাবার সঙ্গে কথা বলতে পারেন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে। সমস্যায় ঘিরে থাকার দরুণ, কোনও ,সিদ্ধান্ত সময়ে নিতে পারবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে সমস্যার সমাধান খুঁজতে হবে।


বৃষ রাশি (Brisha Rashi) : এদিন উন্নতি হতে পারে বৃষ রাশির জাতকদের। জীবনসঙ্গীর জন্য কোনও নতুন ব্যবসা শুরু করতে পারেন। যেটা তাঁর জন্য ভাল হবে। আপনার কোনও ভুল পরিবারের সদস্যের সামনে চলে আসতে পারে। কোনও বন্ধুর কথায় যদি বড় বিনিয়োগ করেন, সেটা আপনার জন্য সমস্যাবহুল হতে পারে। যদি কোনও সম্পত্তি কেনেন, তাহলে সেই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজে মনোনিবেশ করতে হবে।


মিথুন রাশি (Mithun Rashi) : মিথুন রাশির জাতকরা এদিন আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। উন্নতির পথে এগিয়ে যাবেন। বাবার কোনও কথায় খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা ফলপ্রসূ হবে। যদি সহযোগীদের কাছে কোনও সাহায্য চান, তাহলে সহজেই তা পেয়ে যাবেন। আপনি কোনও কারণে চিন্তাগ্রস্ত থাকবেন। কোনও বিষয়ে অকারণে রাগ করা ঠিক হবে না। 


কর্কট রাশি (Karkat Rashi) : বুধবার কর্কট রাশির জাতকদের দৌড়াদৌড়ি করতে হতে পারে। পরিবারে কোনও ধর্মীয় কাজের আয়োজন হতে পারে। ছাত্র-ছাত্রীদের নিজেদের পড়াশোনায় মন দিতে হবে। বাইরের কাজের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সময় দিন। অন্যথা তাঁদের মনে তিক্ততা আসতে পারে। নিজের কাজের জন্য কোনও সহযোগীর সাহায্য নিতে হতে পারে। যেটা আপনার সহজেই মিলে যাবে।


সিংহ রাশি (Singha Rashi) : বুধবার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে সিংহ রাশির জাতকদের। নিজের কথাবার্তায় সংযম বজায় রাখুন। কারও কথায় ভরসা করে অন্যের সঙ্গে ঝগড়া করা থেকে সাবধান। যদি জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চলে, তাহলে আপনাকে তা দূর করার চেষ্টা করতে হবে। পরিবারের কোনও সদস্যকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। 


কন্যা রাশি (Virgo Horoscope) : বুধবার আয়ের উৎস বাড়ার দিন হবে কন্যা রাশির জাতকদের। যদি কিছুতে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে তা দীর্ঘসময়ের জন্য বেছে নিন। পরিবারের প্রতি নিজের কর্তব্যে মন দেবেন। কিছু সরস মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে। সামাজিক ক্ষেত্রে কর্মরতরা নিজেদের কাজে কম মন দেবেন। কোনও কাজের জন্য ভাই বা বোনের সঙ্গে কথা বলতে হতে পারে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।