কলকাতা: ২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্য়ৎ কী? কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিলেও, ১৬ জুলাই পর্যন্ত সবার চাকরিই বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। কিন্তু, এতদিনে যোগ্য়-অযোগ্য়দের কি আলাদা করা গেছে? যোগ্য়দের চাকরি কি বহাল থাকবে? আজ সুপ্রিম কোর্টের শুনানিতে কী হবে? সেদিকেই সবার নজর।


২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্য়ৎ কী? যোগ্য় প্রার্থীদের চাকরি কি থাকবে?


২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে, এপ্রিল মাসে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার মধ্য়ে অযোগ্য়দের পাশাপাশি ছিলেন যোগ্য়রাও। পরে সুপ্রিম কোর্ট জানায়, আপাতত কারও চাকরি বাতিল হবে না। কিন্তু, এই ২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্য়ৎ কী? যোগ্য় প্রার্থীদের চাকরি কি থাকবে? নাকি শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখবে সুপ্রিম কোর্ট? মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। যেদিকে তাঁকিয়ে রয়েছে সবাই। 


২০১৬ সালে SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল


নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে, ২০১৬ সালে SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। ৭ মে শুনানিতে, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আপাতত কারও চাকরি বাতিল হবে না। সেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল। যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না।


আরও পড়ুন, বর্ষায় বেহাল নিকাশি, বিতর্কে জড়ালেন BJP সাংসদ খগেন মুর্মু, 'কোনও উন্নয়নই করেননি..'


কোনও তথ্য় নথি কি আছে?


SSC-র তরফে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানানো হয়, যাদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্য়ে ১৯ হাজার যোগ্য়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় SSC-র আইনজীবীকে প্রশ্ন করেন, যোগ্য় এবং অযোগ্য় চাকরিপ্রার্থী কি আলাদা করা সম্ভব? এটা করার মতো কোনও তথ্য় নথি কি আছে? উত্তরে SSC-র আইনজীবী জানান,CBI-এর বাজেয়াপ্ত করা ডিজিটাল ডেটা দেখতে দেওয়া হলে যোগ্য়-অযোগ্য়দের আলাদা করা সম্ভব। এখন প্রশ্ন হল, এতদিনে কি যোগ্য়-অযোগ্য় আলাদা করা সম্ভব হয়েছে? তার ওপরই নির্ভর করছে চাকরিপ্রার্থীদের ভবিষ্য়ত। ফলে সবার নজর আপাতত মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।