তুলা রাশি (Tula Rashi) : দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে বুধবার সেই কাজ করতে পারেন তুলা রাশির জাতকরা। আপনার আশপাশের লোকদের থেকে সাবধানে থাকুন। আপনার মনে স্থিতিশীলতার অনুভব থাকবে। পুরনো ধারও সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। যদি ব্যবসায় কোনও টাকা দীর্ঘদিন আটকে থাকে, তাহলে এদিন তা ফিরে পেতে পারেন। পরিবার ও বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য পাবেন।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi) : বুধবার দিনটি মিশ্রভাবে কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। কোনও শুভ অনুষ্ঠানে শামিল হতে পারেন। নিজের কাজে প্রসন্ন থাকবেন। প্রোমোশন পেতে পারেন। কোনও নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। যদি দীর্ঘদিন আর্থিক সমস্যা চলতে থাকে, তাহলে তা থেকেও মুক্তি পাবেন আপনি। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে।
ধনু রাশি (Dhanu Rashi) : সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে লাভবান হবেন ধনু রাশির জাতকরা। ব্যবসায় অন্য কাউকে বিশ্বাস করা উচিত হবে না, অন্যথা তিনি ক্ষতির কারণ হতে পারেন। যদি কোনও শারীরিক সমস্যা চলছে, তাহলে ভাল চিকিৎসকের পরামর্শ নিন। অন্যথা আপনার সমস্যা বাড়তে পারে। আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।
মকর রাশি (Makar Rashi) : বুধবার সুখ ও সুবিধার দিন হতে চলেছে মকর রাশির জাতকদের। নতুন বাড়ি বা দোকান কিনতে পারেন। যদি ব্যবসার কোনও আইডিয়া মাথায় আসে, তাহলে দ্রুত তা প্রয়োগ করুন। অন্যথা আপনার সঙ্গী তার লাভ তুলতে পারেন। ভবিষ্যৎ নিয়ে কোনও পরিকল্পনা করতে পারেন। এর পাশাপাশি আপনার অতিরিক্ত খরচেও রাশ টানতে পারবেন।
কুম্ভ রাশি (Kunbha Rashi) : কুম্ভ রাশির জাতকদের কাছে বুধবার দিনটি মিশ্র ফল নিয়ে আসবে। কর্মস্থলে ভাল চিন্তাভাবনার জেরে লাভবান হবেন। আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে প্রসন্ন হবেন। যদি কর্মস্থলে কোনও পরিবর্তন করেন, তাহলে সেটা আপনার জন্য ভাল হবে। কাজে কোনও বাধা থাকলে সেগুলি চলে যেতে পারে। অন্যের কাজ দেখার পরিবর্তে নিজের কাজে মনোনিবেশ করলে ভাল হবে আপনার।
মীন রাশি (Meen Rashi) : মীন রাশির জাতকদের জন্য বুধবার দিনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি খরচায় রাশ টানায় মন দেবেন, যার ফলে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। কিন্তু, কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। অন্যথা, তা শোধ করতে সমস্যা হতে পারে। জীবনসঙ্গী সহযোগিতা ও সান্নিধ্য পাবেন ভরপুর।
তথ্যসূত্র : এবিপি নিউজ
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।