Windfall Tax: এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্র সরকার দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল কর বাড়িয়ে দিল। তবে অন্যান্য পেট্রোলিয়াম পণ্য যেমন ডিজেল, পেট্রোল এবং বিমানের জ্বালানির (Crude Oil) উপর এখনও কোনও উইন্ডফল ট্যাক্স (Windfall Tax) আরোপ করা হয়নি।


এখন থেকে কত কর দিতে হবে


গতকাল সোমবার বিকেলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পায় যেখানে এই উইন্ডফল ট্যাক্স বাড়ানোর কথা বলা হয়। মূলত এই নিয়ে দ্বিতীয়বার দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের উপর এই উইন্ডফল কর বাড়াল কেন্দ্র সরকার। এই পরিবর্তনের ফলে এখন থেকে দেশীয়ভাবে উৎপন্ন অপরিশোধিত তেলের উপর প্রতি টনে ৭০০০ টাকা হারে উইন্ডফল ট্যাক্স দিতে হবে। ১৬ জুলাই থেকেই এই নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্র।


জুলাই মাসে দ্বিতীয়বার বাড়ল কর


জুলাই মাসের শুরুর দিকেই কেন্দ্র সরকার অপরিশোধিত তেলের উপর উইন্ডফল কর বাড়িয়েছিল। সেই সময় প্রতি টনে ৬ হাজার টাকা হারে উইন্ডফল কর নেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। এবার আরও একবার এই কর বাড়াল সরকার। এবার থেকে প্রতি টনে ৬ হাজারের বদলে ৭ হাজার টাকা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। শুধু জুলাই মাসেই দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল কর বাড়ান হল।


পেট্রোল ডিজেলের উপর রপ্তানি শুল্ক বদলায়নি


অন্যদিকে কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের উপর রপ্তানি শুল্কে কোনও বদল আনেনি। এমনকী বদল আসেনি বিমানের জ্বালানিতেও। আবারও একবার এই শুল্ক শূন্য রাখা হয় কেন্দ্রের সিদ্ধান্তে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশীয় তেল রপ্তানিকারক সংস্থাগুলিকে সুবিধে দিচ্ছে কেন্দ্র সরকার। ভবিষ্যতেও এই সুবিধে দেবে কেন্দ্র। দেশের বাইরে যে সমস্ত সংস্থা তেল প্রস্তুত করে রফতানি করে, তাদের মুনাফা এতে ভাল হবে বলেই জানিয়েছে সংস্থা।


উইন্ডফল কর আর কমানো হবে না


এই মাসে আর কোনও কর কমানো হয়নি অপরিশোধিত তেলের উপর। পরপর দুবার উইন্ডফল কর বাড়ানোর আগে বহুবার এই কর কমিয়েছিল কেন্দ্র সরকার। এক মাস আগেই একটি পর্যালোচনায় ১৫ জুন উইন্ডফল ট্যাক্স কমিয়ে আনা হয়েছিল টন পিছু ৩২৫০ টাকায়। সেই সময়ে দু মাসের মধ্যেই মোট ৪ বার কমিয়ে আনা হয়েছিল উইন্ডফল ট্যাক্স।


আরও পড়ুন: TCS: ৪০ হাজার ফ্রেশার নেবে এই আইটি সংস্থা, ত্রৈমাসিকের ফলাফলের পরেই বড় ঘোষণা