কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখল দিল্লি এইমস রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। চিকিৎসক সংগঠনের তরফে রাষ্ট্রপতিকে লেখা হয়েছে। চিঠিতে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে দাবি করা হয়েছে।                                                               

  


চিঠিতে বলা হয়েছে, ডাক্তাররা যাঁরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড, তাঁরা বিপজ্জনক পরিস্থিতিতে প্রতিবাদ চালাচ্ছেন। 'ন্যায়বিচার, নিরাপত্তা এবং নিরাপদ কাজের পরিবেশ সুনিশ্চিত করতে তাঁরা জীবনের ঝুঁকি নিয়েছেন', চিঠিতে অভিযোগ, প্রতিবাদ, অনশন সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। তাই এ নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল এইমসের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।                                  



চিঠিতে পাঁচ চিকিৎসকের অবনতিশীল স্বাস্থ্যের কথা তুলে ধরা হয়েছে, যারা কয়েকদিনের বিক্ষোভের পর গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি হয়েছেন। আবাসিক চিকিত্সকরা ডাঃ অভয়ার জন্য ন্যায়বিচার এবং ন্যাশনাল টাস্ক ফোর্স (এনটিএফ) নির্দেশিকা বাস্তবায়নের দাবি করছেন, যা স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষা উন্নত করতে সুপ্রিম কোর্ট জারি করেছিল।


আরও পড়ুন, দাবি পূরণ না হলে, সরকারের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারেন অধ্যাপক-চিকিৎসকরা


অনিকেত মাহাতো, অনুষটুপ মুখোপাধ্য়ায়, পুলস্ত্য় আচার্য্য়, আলোক ভার্মার পর এবার তনয়া পাঁজা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার। ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করছেন কলকাতা মেডিক্য়ালের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধ্যায় তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হল। একটানা অনশনের ফলে তনয়ার রক্তে শর্করার পরিমাণ ৫৮-তে নেমে গেছে। শরীরে কিটোনের মাত্রা ৩। সকাল থেকেই তলপেটে ব্য়থা এবং মাথা ঘোরানোর উপসর্গ ছিল তাঁর। ডিহাইড্রেশনও দেখা দিয়েছিল। চিকিৎসকরা পরামর্শ দিলেও প্রথমে হাসপাতালে ভর্তি হতে চাননি তনয়া। জ্ঞান হারিয়ে ফেলায় সন্ধ্য়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হল।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে