Sagittarius March Horoscope 2025 : গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে কোনও রাশি সম্পর্কে জানা যায়। গ্রহের অবস্থান প্রতি মাসে আলাদা আলাদা হয়। দেখে নেওয়া যাক, মার্চ (March 2025) মাস ধনু রাশির জাতকদের জন্য কেমন থাকবে (Dhanu Rashi Monthly Horoscope).
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে মার্চ মাসে। মাসের শুরুতে আপনার কাজ বা পরিশ্রমের ফল নিয়ে আপনি অসন্তুষ্ট থাকতে পারেন। এই সময় বাড়ির কিছু সমস্যায় আপনার মন দুঃখী হতে পারে। এই সময় আপনাকে কোনও সিদ্ধান্ত অনিশ্চয়তা বা আবেগে নেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনাকে অযথা ঝামেলায় পড়তে হতে পারে ( Sagittarius) ।
কাজে টার্গেট থাকে। (Target Job ) চাকরিতেও থাকে টার্গেট। বিভিন্ন কাজের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের চিন্তায় থাকতে হতে পারে ধনু রাশির জাতক-জাতিকাদের। অন্যদিকে ব্যবসায়ী যাঁরা, তাঁরা প্রতিযোগীদের সঙ্গে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন। তবে এই সময় চিন্তা না করে সঠিক পরিকল্পনা করা দরকার। যদি আপনি এই সময় আপনার ভুলগুলি উপেক্ষা করার পরিবর্তে তা সংশোধন করার চেষ্টা করেন, তাহলে ভবিষ্যতে এর বিশেষ উপকার পাবেন।
মাসের মাঝামাঝি সময়ে আপনি নানা ধরনের সমস্যা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। এই সময় আপনি সরকার বা ক্ষমতাসীন কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার সমস্যার সমাধান করতে উদ্যোগী ও তাতে সফল হতে পারেন। রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা কোনও গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব পেতে পারেন মার্চে।
পৈতৃক সম্পত্তি পাওয়ার পথে আসা বাধাগুলি দূর হওয়ার সম্ভাবনা এই মাসে। সংসারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক প্রেম ও আস্থা বৃদ্ধি পাবে। বাবা-মায়ের সহযোগিতা ও সমর্থনে আপনি কোনও বড় কাজ করতে পারেন। ধনু রাশির জাতকদের মাসের শেষের দিকে অহংকার ও ক্রোধ থেকে বিরত থাকা উচিত।
এই সময় কথাবার্তায় সংযত থাকতে হবে। আপনার কটু কথা ও আচরণে কেবলমাত্র কাজ নষ্ট হবে না, বরং আপনার নিজের ক্ষতিও হতে পারে। স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে মার্চ মাস তেমন ভালো নাও থাকতে পারে। প্রেমজীবন বা দাম্পত্য জীবনে খুব সতর্ক হয়ে পা ফেলতে হবে।
মাসিক পরামর্শ ও উপায় : বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।