সিংহ রাশি
চলতি সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদের নানা মত, আইডিয়া অন্যদের সঙ্গে শেয়ার করার তীব্র ইচ্ছে প্রকাশ করবেন এবং সেগুলিকে কার্যকর করার প্রয়োজনীয়তাও বোধ করবেন। চাকরি খুঁজছেন যাঁরা, কেরিয়ারের পরিচিত বৃত্তে যোগাযোগ ভীষণ জরুরি। তাই, যোগাযোগ স্থাপন করতে কুণ্ঠিত বোধ করবেন না। কর্মক্ষেত্রে কোনও কাজে এক কর্মীর সঙ্গে আরেক কর্মীর কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করাটা খুব দরকারি। এই টিমওয়ার্কেই যে কোনও সমস্যার সমাধান হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা স্বাভাবিকভাবেই গড়ে উঠবে। এবং আপনি এতে প্রশংসিতও হবেন।
সপ্তাহের মধ্যভাগে তীর্থযাত্রা বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। এই সময়ে আপনি সরকারের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন। এর ফলে পরে লাভজনক প্রকল্পে যোগদানের সুযোগ পেতে পারেন আপনি। প্রথমার্ধের তুলনায় সপ্তাহের দ্বিতীয়ার্ধ কিছুটা স্বস্তির হবে সিংহ রাশির জাতক-জাতিকাদের । প্রেমে, সঙ্গীকে খুঁজে পেতে পারেন এই সপ্তাহে। কোনও বন্ধুর মাধ্যমে অথবা পার্টিতে খোঁজ পেয়ে যেতে পারেন তাঁর। এই বিষয় নমনীয় থাকুন। কে বলতে পারে, কোনও সুপারমার্কেটে তাঁর দেখা পেয়ে গেলেন হয়তো। এই সপ্তাহে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। বৃহস্পতিবার সিংহ রাশির জন্য লাকি। মুহূর্ত মধুর হোক সোনার ছোঁয়ায়।
সিংহ রাশির সাপ্তাহিক টিপস : নিজের মতামত শেয়ার করুন
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ। আপনার কেরিয়ার এবং পাবলিক ইমেজ স্পটলাইটে থাকবে এই সপ্তাহে। কোনও কাজ অদম্য ইচ্ছায় আপনি সম্পন্ন করে ফেলবেন, ফলাফল অন্যের প্রশংসাও পাবে। চাকরিপ্রার্থীরা নিজের পছন্দের পদকে লক্ষ্য করে এগোতে থাকুন। একইসঙ্গে, কর্মীরা নিজের কর্মস্থলে আরও উঁচু স্তরের কাজকে টার্গেট করে সম্পন্ন করার চেষ্টা করতে থাকুন। যাতে করে তা সবার নজরে আসে। আপনার দৃঢ়তা হবে লক্ষ্যণীয়। কর্তাব্যক্তিরা আপনার এই প্রচেষ্টাকে চিনতে পারবেন। অতএব, সাহসের সঙ্গে এগিয়ে যান।
ব্যবসার জন্য দূরপাল্লার ভ্রমণ করতে হতে পারে। তা সুখকর ও লাভজনক হবে। কন্যা রাশির জাক-জাতিকারা কঠোর পরিশ্রম ও ভাগ্যের সহায়তায় এই সপ্তাহে উন্নতি লাভ করবেন। আর্থিক দিক থেকে, সপ্তাহের দ্বিতীয়ার্ধটি আপনার জন্য শুভ হতে চলেছে। এই সময়ে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।
প্রেমে, কাজ চলাকালীন বা কর্মক্ষেত্রে আপনার মনের মানুষের খোঁজ আপনি পেয়ে যেতে পারেন। সম্পর্কে রয়েছেন যখন, কেরিয়ার ও সঙ্গীকে সময় দেওয়াটা আপনাকে ব্যালেন্স করে নিতে হবে। শনিবার এই রাশির জাতক-জাতিকাদের প্রেমিক-প্রেমিকার জন্য লাকি বার। নেভি ব্লু রং সম্পর্কে আনবে গতি।
কন্যা রাশির সাপ্তাহিক টিপস : আত্মবিশ্বাসী থাকুন, তবে বিনয়ী হতে হবে
আরও পড়ুন : মেষ ও বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - আইএএনএস ও এবিপি লাইভ হিন্দি