India Post: কম খরচের সরকারি পরিষেবার জন্যই বিখ্যাত ইন্ডিয়া পোস্টের পোস্টাল সার্ভিস (Indian Postal Service)। সেই কারণে বই থেকে জরুরি নথি সবই পোস্টাল পরিষেবার (Postal Department Service) মাধ্যমে ডেলিভারি করেন অনেকেই। তবে এবার থেকে পোস্ট অফিসে (Post Office News) বই পাঠাতে (Book Post) বা আনতে গেলে লাগবে বেশি খরচ।
পোস্ট অফিস থেকে করা যাবে না এই কাজ
বিশ্বের সবথেকে বড় পোস্টাল পরিষোবর নাম ইন্ডিযান পোস্টাল সার্ভিস। দেশবাসীর অন্য়তম ভরসার নাম এই সরকারি পরিষেবা। যদিও গত ১৭ ডিসেম্বর জানা যায় , ইন্ডিযা পোস্ট এই বই পার্সেলের পরিষেবা বন্ধ করেছে। যা এবার থেকে থার্ড পার্টি বা বেসরকারি হাতে চলে যাবে। ফলে আগের থেকে অনেক বেশি খরচে বই পাঠাতে হবে ক্রেতা-বিক্রেতাদের । মূলত, এর ফলে বই প্রেমীদের খরচ বাড়বে।
Indian Postal Service: রেজিস্টার্ড বুক পোস্ট সার্ভিস বন্ধ করা হয়েছে
বর্তমানে ইন্ডিয়া পোস্ট ১৯,১০১ পিন কোডে পার্সেল পাঠায়। দেশের ১৫৪,৭২৫ টি পোস্ট অফিসের একটি বড় নেটওয়ার্কে বই সরবরাহ করে পিওনরা। চিঠিপত্র ও নথিপত্রের পাশাপাশি বইও পাঠানো হতো এই পরিষেবার মাধ্যমে। কিন্তু ১৭ ডিসেম্বর থেকে ইন্ডিয়া পোস্ট রেজিস্টার্ড বুক পোস্ট পরিষেবা বন্ধ করে দিয়েছে।
কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত
হঠাৎই এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া পোস্ট। যার ফলে এখন আর রেজিস্টার্ড বুক পোস্ট করতে পারবেন না কেউ। RBP সফ্টওয়্যারটাই আর পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে বইপ্রেমীদের আরও খরচ সাপেক্ষে বই পার্সেল পাঠাতে হবে।
Indian Postal Service: কত বেশি খরচ পড়বে
ইন্ডিয়া পোস্টের সার্ভিস রেজিস্টার্ড বুক পোস্ট (RBP) পার্সেলের থেকে অনেক স্স্তায় বই পাঠানোর সুযোগ করে দিয়েছিল। এক কেজি এজনের মধ্য়ে থাকলে আপনার RBP-র খরচ পড়ত ৩২ টাকা। যেখানে আপনি রেজিস্টার্ড পার্সেল পাঠাতে চাইলে তার খরচ পড়বে ৭৮ টাকা। ঠিক একইভাবে ২ কেজি RBP-র দাম পড়ত ৪৫ টাকা । যা পার্সেলের ক্ষেত্রে পড়ে ১১৬ টাকা। পাশাপাশি ৫ কেজি RBP-র খরচ পড়ত ৮০ টাকা। পার্সেলের ক্ষেত্রে এই টাকাটা বেড়ে দাঁড়ায় ২২৯ টাকা।
LPG Gas Cylinder: কীভাবে চালু করবেন বন্ধ গ্যাস সিলিন্ডারের কানেকশন ? এই রইল পুরো পদ্ধতি