মেষ রাশি
এই সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকাদের সামনের দিকে এগিয়ে আসার সময়। আত্মবিশ্বাসী হয়ে কথা বলার সময়। বিশেষ করে কোনও মিটিংয়ে এবং কারো সঙ্গে একান্তে কথা বলার সময়। আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন। এবং অন্যরা তা আপনার মধ্যে লক্ষ্যও করবে।
চাকরি খুঁজছেন যাঁরা, সংশ্লিষ্ট ভাল নেটওয়ার্ক আপনাকে দুর্দান্ত জায়গায় নিয়ে যেতে পারে, তাই এব্যাপারে সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না। প্রেমে, কোনও পার্টি বা বন্ধুদের সঙ্গে সামান্য কথোপকথন চলার সময় মনের মানুষের সন্ধান পেয়ে যেতে পারেন আপনি। বেশি সিরিয়াস হবেন না। কৌতূহল আকর্ষণের দিকে নিয়ে যাবে। আপনি যদি বেশি সিরিয়াস হন, কোনও রকম কুণ্ঠাবোধ না করে উলটো দিকে যিনি আছেন, অর্থাৎ আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করে নিন। সিরিয়াস কথাবার্তা আপনাদের বন্ধনকে আরও দৃঢ় করবে। আলাদা কিছু করার ও সঠিক সময় এটা। উত্তেজনাপূর্ণ কিছু করার সময়ও। আগামী সপ্তাহে প্রেমের জন্য শুভ দিন মঙ্গলবার ও শুক্রবার। লাকি রং লাল। শিক্ষাক্ষেত্রে, সাহিত্য, আইন ও মিডিয়ার জন্য সপ্তাহটি ভাল।
মেষ রাশির সাপ্তাহিক টিপস : নিজেকে আরও শক্তিশালী করতে হবে
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের, যতটা সম্ভব স্থিতিশীল থাকতে হবে এই সপ্তাহে। গ্রহের চলন অনুযায়ী, চাইলে আপনি আপনার আর্থিক স্থিতির পরিবর্তন আনতে পারবেন। কেনাকাটা করতে পারবেন গুরুত্ব ও ইচ্ছে অনুযায়ী। হতাশ লাগছে ? তাহলে নিজের কর্মক্ষেত্রে বদল আনার কথা ভাবতে পারেন, অর্থাৎ খুঁজতে পারেন চাকরি। চাকরি খুঁজছেন যাঁরা, ইন্টারভিউয়ে প্রত্যয়ী থাকাটাই সবকিছুর ফারাক গড়ে দেবে। সুতরাং নিজের ভেতরের আমিটাকে জাগিয়ে তুলুন। প্রেমে, অবিবাহিতরা এমন একজনের সঙ্গে দেখা করতে পারেন যিনি সম্পর্কের বিষয়ে অনুগত এবং আন্তরিক। আপনার বন্ধুদের মধ্যে একজন আপনাকে এমনভাবে আকর্ষণ করতে পারেন যা আপনি আশা করেননি। শুক্রবার প্রেমের জন্য লাকি হিসেবে বিবেচিত হয়, তাই সবুজ রং এই সপ্তাহে শুভ হবে। পারিবারিক সম্পর্ক ভাল থাকবে। বাবা-মা বা ভাইবোনদের সাথে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা করবে আপনার। বাড়িতে আর্থিক বিষয় নিয়ে আলোচনা হলে আপনার মতামত কাজে লাগবে।
বৃষ রাশির সাপ্তাহিক টিপস: নতুন চাকরির সন্ধানে লেগে থাকুন
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - আইএএনএস