কলকাতা: শনির নাম শুনলেই অনেকের মনে ভয় জাগে। তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র মতে, শনির গতি খুবই ধীর, সেই কারণে শনিকে এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লাগে। কিন্তু শনিদেব যে গ্রহের ওপর অধিষ্ঠান করে তাঁর জীবনে অনেক প্রভাব পড়ে।
শনিদেবের কুম্ভ রাশিতে অধিষ্ঠান
এবারে বেশ কিছু রাশির ওপর শনিদেবের নজর রয়েছে বলে জানান হয়েছে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশির অধিপতি শনিদেব। বিশেষ ব্যাপার হল যে রাশিতে শনিদেব অধিষ্ঠিত আছেন সেই রাশিতে দোষ কাটতে পারে।
পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী বর্তমানে তিন রাশির ওপর শনির নজর রয়েছে। এই তিন রাশির ওপর কিছু দশা চলবে। মকর রাশিতে রয়েছে শনির যোগ। আগের তুলনায় সমস্যা ও বাধা কমতে থাকবে। শনির রাশির ওপর থেকে চলে যাওয়ার সময় কিছু সুবিধাও পাবে এই রাশির জাতকরা।
কুম্ভ রাশিতে শনির অধিষ্ঠান রয়েছে। এই রাশির জাতক জাতিকারাও সুবিধা পাবেন। কুম্ভ রাশির অধিপতি স্বয়ং শনি। তাই তাঁদের জন্য এই পর্ব খুব কষ্টের হবে না। তবে অন্যায় থেকে দূরে থাকতে হবে। নইলে কঠিন শাস্তি দেবেন শনিদেব।
আরও পড়ুন, শনির সাড়ে সাতি থেকে বাঁচতে আজই মেনে চলুন এই সহজ নিয়মগুলি
শেষে মীন রাশিতেও শনির দৃষ্টি রয়েছে। গণনা অনুসারে, মীন রাশিতে শনির অধিষ্ঠান সবে শুরু হয়েছে। জ্যোতিষশাস্ত্রে শনির প্রথম পর্বকে উদয় পর্বও বলা হয়। প্রথম ধাপে তাই এই রাশির জাতকদের চাকরি, পেশা ও ব্যবসায় বিশেষ মনোযোগ দিতে হবে। এর পাশাপাশি অর্থ ও স্বাস্থ্যের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। এই সময়ে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে