এই সপ্তাহে গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে।  বাংলা ক্যালেন্ডার অনুসারে, ১৮ জুলাই থেকে ১৮ অগাস্ট পর্যন্ত শ্রাবণমাস। এবার শ্রাবণ মলমাস। হিন্দু পঞ্জিকা অনুসারে এবার মাস চলবে অধিক সময় ধকে। শুরু হচ্ছে আজ অর্থাৎ ৪ জুলাই , চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। কিন্তু বাংলার ক্যালেন্ডার আলাদা। বাংলার মানুষ শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবের বিশেষ পুজো করেন। অনেকে আবার হিন্দু পঞ্জিকা মেনে আজ থেকেই শুরু করছেন শ্রাবণ-পালন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সপ্তাহে কিছু রাশির উপর ভোলেনাথের কৃপাদৃষ্টি পড়তে চলেছে।  



  • মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব অনুকূল ফল দিতে পারে। আপনার দৈনন্দিন কাজে উন্নতি লক্ষ্য করা যাবে। অংশীদারি কাজেও অনুকূল ফল পাওয়া যাবে। বিবাহিত জীবনেও সদ্ভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

  • সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুব ভাল। পরিশ্রমের উপযুক্ত  ফল পাবেন। জ্ঞান বৃদ্ধির জন্য এই সময়টি খুব ভাল। এই সময়টি ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্যও ভাল।  শিক্ষার্থীদের জন্য এই সময়টি ভাল যাবে।  

  • সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি ভাল কাটারই সম্ভাবনা। সবদিকেই সমৃদ্ধি আসবে। আপনার সমস্ত কাজ শেষ করতে পারবেন সুষ্ঠুভাবে। এই সপ্তাহে বিবাহিত জীবন আপনার জন্য খুব সুখী হতে চলেছে। 

  • তুলা রাশির ক্ষেত্রে এই সময়টি অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস অটল থাকবে। বন্ধুবান্ধব ও পরিবারের পূর্ণ সমর্থন থাকবে সব বিষয়ে। এই সপ্তাহে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।  আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভাল ফল পাবেন।  

  • কুম্ভ রাশির জাতকরা এই সপ্তাহে শুভ ফল পাবেন। আপনার কঠোর পরিশ্রম আপনাকে এই সপ্তাহে ভাল ফল দেবে।কোনও সফল এবং অভিজ্ঞ মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। আপনার কাজ করার ক্ষমতা উন্নত হবে। আর্থিক বিষয়েও ভাল ফল পাওয়া যেতে পারে। 

  • মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে খুব ভাল ফল পেতে পারেন সব ক্ষেত্রেই। কোনও নেতা বা কর্মকর্তার সংস্পর্শে আসতে পারেন। জীবনে উন্নতির নতুন সুযোগ পাবেন। চাকরি বা ব্যবসার জন্য এই সপ্তাহটি ভাল যাবে। আর্থিকভাবে এই সময়টা ভাল বলা যায়।  ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়া যাবে। 


  • ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)