রঞ্জিত হালদার, ভাঙড় : দুয়ারে পঞ্চায়েত ভোট। ভয়ঙ্কর ভাঙড়ে সন্ত্রাস থামার কোনও লক্ষণ নেই। ভোট ঘোষণার পর থেকে দফায় দফায় খুনোখুনি-হানাহানির সাক্ষী থেকেছে ভাঙড়বাসী।আইএসএফ ( ISF ) -তৃণমূল ( TMC ) সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড় ( Bhangar ) । সোমবার রাতে মাঝেরআইট এলাকায় চলে বোমাবাজি। দু’পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।
এলাকার রাশ হাতে রাখা নিয়েই তৃণমূল-আইএসএফের বিবাদ
এই এলাকাতেই ভাড়া থাকেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে এলাকার রাশ হাতে রাখা নিয়েই তৃণমূল-আইএসএফের বিবাদ। আইএসএফ কর্মীদের বাধায় দীর্ঘক্ষণ এলাকায় ঢুকতে পারেনি পুলিশ। বেছে বেছে তাদের কর্মীদেরই আটক করছে বলে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে আইএসএফ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এর আগে, শনিবার নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে ভাঙড়ে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় ৬ আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ করে নৌশাদ সিদ্দিকির দল।
আরও পড়ুন: 'দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ', অনুব্রত-গড়ে ভোট-আশ্বাস মমতার
মনোনয়ন পর্বে একদিনে ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মীর মৃত্য়ু হয়েছে। দফায় দফায় হয়েছে তৃণমূল ও ISFএর সংঘর্ষ। মুড়ি মুড়কির মতো পড়েছে বোমা, চলেছে গুলি, বেলাগাম সন্ত্রাস! শনিবার ভাঙড়ে তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে।
আহত ইব্রাহিম মোল্লা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৫৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর পাশাপাশি, সঙ্গী তৃণমূল নেতা ওহিদুল মোল্লাও জখম হন। অভিযোগ, শনিবার রাতে, নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে তৃণমূল প্রার্থী ইব্রাহিম মোল্লার পথ আটকে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় নৌশাদ সিদ্দিকির দলবল।
যদিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তুলেছেন নৌশাদ-অনুগামীরা। সবমিলিয়ে দুয়ারে পঞ্চায়েত ভোট, ফুঁসছে ভাঙড়! পরের শনিবার পঞ্চায়েত ভোট। তার আগেও ভাঙড়ে সন্ত্রাসের বিরাম নেই। শুক্রবার গভীর রাতে, ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ISF প্রার্থীর দেওয়াল লিখন লক্ষ্য় করে বোমা ছোঁড়া হয়। ভেঙে যায় বাড়ির অ্য়াসবেস্টস। প্রতিবাদে, শনিবার সকাল থেকে পথ অবরোধ করে ISF।
অন্যদিকে, ভগবানপুরের জিরানগাছায় বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ।