কলকাতা : জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্ত গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনিদেবকে ন্যায়বিচার ও ফলদাতা বলে মনে করা হয়। কাজের উপর ভিত্তি করে মানুষকে ভাল ফল দেন শনিদেব।   খারাপ কাজ করলে খারাপ ফলাফল, ভাল করলে ভাল।


 শনি একটি রাশি থেকে অন্য রাশিতে তার স্থান পরিবর্তন করতে প্রায় আড়াই বছর সময় নেয়। যখনই শনির রাশি পরিবর্তন করে, তখন কারও ওপর ভাল , কারও ওপর মন্দ প্রভাব পড়ে। শনির সাড়ে সাতি ও ধৈয়াকে অত্যন্ত কষ্টদায়ক মনে করা হয়। যখনই সাড়ে সাতির প্রভাব কোনও রাশির উপর পড়ে, তখনই তার জীবনে নানা ধরনের সমস্যা আসে।  


২০২৪ থেকে ২০৩৮ সাল পর্যন্ত  সাতটি রাশিতে শনির সাড়ে সাতি ও ধইয়ার অশুভ ছায়া থাকবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল শনি। এমতাবস্থায় মীন রাশিতে শনির সাড়ে শুরু হয়েছে।  ধনু রাশিতে সাড়ে সাতি শেষ হয়েছে । এইভাবে মকর, কুম্ভ ও মীন রাশিতে এখনও শনির সাদে সতী চলছে। 


বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। এমন অবস্থায়, বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, মীন রাশির জাতকদের জন্য শনির সাড়েসাতির প্রথম পর্ব চলছে ।২০২৯ সালের ৮ অগাস্ট, এই দশা থেকে থেকে মুক্তি পাবেন মীনের জাতকরা। 


 কুম্ভ রাশির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে। মুক্ত হবেন ২০২৭ সালের ৩ জুন। মকর রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতি শেষ হচ্ছে ২০২৫ সালের মার্চ মাসে। 


২০২৫ এ মেষ রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি শুরু হবে।  বৃষ রাশির জাতকদের ২০২৭ সাল থেকে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। মিথুন রাশির সাড়ে সাতি শুরু হবে ২০২৯ থেকে। কর্কট রাশির সাড়ে সাতি ২০৩২ সালেপ ৩১ মে থেকে শুরু হবে। আগামী ১০ থেকে ১৫ বছরে, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশির জাতক জাতিকাদের উপর সাড়ে সাতির প্রভাব থাকবে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।