নয়াদিল্লি: সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট (IND vs BAN 1st Test) দলের ঘোষণা করা হয়েছে। সেই দলে রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) নাম। ২০২২ সালের ডিসেম্বরের পর ফের একবার আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে দেখা যাবে তাঁকে। তার আগে দলীপ ট্রফিতে (Duleep Trophy) ম্যাচ ফিটনেস প্রমাণ করেন তারকা ক্রিকেটার। সেখানেই একেবারে খোশমেজাজে দেখা গেল পন্থকে।


ইন্ডিয়া 'এ'-র বিরুদ্ধে ইন্ডিয়া 'বি'-র হয়ে মাঠে নেমেছিলেন পন্থ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচের চতুর্থ দিনে খোশমেজাজে পন্থ। দিনের শুরুতেই ফিল্ডিং দলকে টিম হাডেল করতে দেখা যায়। সেইমতোই শুভমন গিলের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'এ' দল টিম হাডেল করে। সেই হাডেলে ঢুকে পড়েন পন্থ। প্রতিপক্ষের পরিকল্পনা শুনতে দেখা যায় তাঁকে। শুরুতে কেউ খেয়াল না করলেও, ইন্ডিয়া 'এ'-র হয়ে মাঠে নামা আবেশ খান তাঁকে ধরে ফেলেন। আবেশের সঙ্গে মজা করতেও দেখা যায়। ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, 'ইন্ডিয়া এ-র হাডেলে নীল টি-শার্টে ওই ব্যক্তিটি কে? ওটা ইন্ডিয়া বি-র ঋষভ পন্থ। ওঁ কিন্তু সমস্ত পরিকল্পনা জেনে গিয়েছেন।'


 






এখানেই শেষ নয়, ম্যাচ চলাকালীনও তাঁর দিল্লি ক্যাপিটালসের সতীর্থ কুলদীপ যাদবের সঙ্গে এক মজাদার কাণ্ড ঘটান ঋষভ। কুলদীপর ব্যাট করতে নামলে তিনি ওভারের শেষ বলের আগে ভাল করে ফিল্ড সেটিং পর্যবেক্ষণ করে দেখেন। তখনই উইকেটের পিছন থেকে পন্থ বলেন, 'সবাই সিঙ্গেল নেওয়ার জন্য ওপরে থাক।' সঙ্গে সঙ্গেই কুলদীপের জবাব 'আমি সিঙ্গেল নেব না।' তখনই পন্থ খুনসুটি করে বলেন, 'মায়ের নাম নিয়ে বল।'


 






গোটা ঘটনায় হাসিতে ফেটে পড়েন সকলে। পন্থের মজাদার বিষয়টিই এই ঘটনাগুলির মাধ্যমে ধরা পড়ে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথমবার ডাক পেলেন যশ দয়াল, ফিরলেন পন্থ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের