Shani Astrology : শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। সমস্ত রাশিচিহ্নকেই শনির গতিবিধির পরিবর্তনের প্রভাব বহন করতে হয়। শনি সরাসরি থাকলে কিছু রাশি শুভ ফল ভোগ করে। , আবার কিছু রাশির উপর এর বিপরীত প্রভাবও দেখা যেতে পারে।
শনি বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট। কুম্ভ রাশিতে শনির পশ্চাৎপদ গতি চলছে। শনি  ২৯ জুনএই বিপরীত গতি শুরু করেছে।  শনি ১৩৯ দিন পিছিয়ে গিয়েছে। এরপর শনি সরাসরি হবে কুম্ভ রাশিতে। ১৫ নভেম্বর থেকে আবার শনির প্রত্যক্ষ গতি শুরু হবে। জ্যোতিষ অনুসারে, যখন একটি গ্রহ স্বাভাবিক গতিতে ভ্রমণ করে তখন তাকে প্রত্যক্ষ বলা হয়। শনির প্রত্যক্ষ গতির প্রভাব কয়েকটি রাশির জাতকদের জীবনে সুখের জোয়ার আনতে পারে।


কর্কট -
কর্কট রাশির জাতক জাতিকারা শনি প্রত্যক্ষ গতির ভাল ফল ভোগ করবে। এখন  কর্কট রাশির জাতক জাতিকাদের ধাইয়া চলছে। কর্কট রাশির জাতকরা উপকৃত হবে যখন শনি  বিপরীতমুখী গতিথেকে ঘুরে আসবে। আর্থিক সংকটের সময় শেষ হবে এবং  স্বস্তি বোধ করবেন এই রাশির জাতকরা। 


বৃশ্চিক -
১৫ ই নভেম্বর থেকে বৃশ্চিক রাশির জাতকরা শনি গ্রহের প্রত্যক্ষ গতির মাধ্যমে উপকৃত হবেন। বৃশ্চিক রাশির জাতকদের কষ্টের অবসান ঘটবে।  যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিক চাপে ছিলেন, তাঁরা স্বস্তি পাবেন। এই রাশির জন্য শুভ  ১৫ নভেম্বর থেকে শুরু হবে।


মকর -
মকর রাশির জাতক জাতিকারা  ১৫ ই নভেম্বর থেকে সুখের মুখ দেখবে।  এখন সাড়ে সাতির কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এঁরা। মকর রাশির জাতক জাতিকারা শনির প্রত্যক্ষ গতির ফল পাবে। নানারকম শারীরিক সমস্যার অবসান ঘটবে।


কুম্ভ -
শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে।  শনির প্রত্যক্ষ গতির ফলে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য খুলে যেতে পারে। চলমান আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যার অবসান ঘটবে । কুম্ভ রাশির জাতকরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।


মীন -
মীন রাশির জাতকরাও এখন সাড়ে সাতির মধ্য দিয়ে যাচ্ছেন। মীন রাশির জাতক জাতিকারা শনির প্রত্যক্ষ গতির ফলে অপেক্ষাকৃত ভাল অবস্থানে যাবেন। এই সময় বিভিন্ন ক্ষেত্রেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের  নানারকম শীঘ্রই শেষ হতে চলেছে। 


আরও পড়ুন 


অগাস্ট শুরুতেই নিম্নচাপের সঙ্কেত, ৯ জেলায় তুমুল বৃষ্টি বৃহস্পতিবারেই?


 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।