কলকাতা : শ্রাবণের অঝোর ধারা নেই। সকাল থেকেই খটখটে রোদ। বর্ষা জানান দিচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিতে। তবে আবহবিদদের অনুমান , অগস্টের শুরুতেই বঙ্গোপসাগের তৈরি হতে পারে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই শনিবার অবধি ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। 


বৃহস্পতিবারে কোথায় কোথায় বৃষ্টি 
 পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, আগামীকাল, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে । আবহবিদরা মনে করছেন, ১ অগাস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ শক্তি বাড়ালে শ্রাবণের টানা বৃষ্টির দেখা মিলতে পারে। 


আগামী কাল বৃহস্পতিবার। আবহাওয়া দফতরের অনুমান মিলে গেলে, দক্ষিণবঙ্গের নয়টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তার মধ্যে রয়েছে কলকাতাও। মহানগর ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল, শহরতলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ভিজতে পারে  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি,বাঁকুড়া ও পূর্ব বর্ধমান।  কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আভাস রয়েছে। সেইসব জায়গায় বৃষ্টি হবে ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার। কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা । 


শুক্রবারে কোথায় কোথায় বৃষ্টি 
শুক্রবার আবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা, যথাক্রমে পুরুলিয়া,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি চলবে,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও।  


 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।