Shani Astrology : শনি ২০২৫ সালের মার্চ মাসে রাশি পরিবর্তন করবেন। গ্রহরাজ কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রবিদদের কারও কারও মতে, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নতুন করে সাড়ে সাতির কবলে পড়বে মেষ। মকর রাশি থেকে শনির সাড়ে দূর হয়ে যাবে। সেই সঙ্গে শনির ধইয়া থেকে মুক্তি পাবে দুই রাশি - কর্কট ও বৃশ্চিক ।
বলা হয়, সব গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনি একটি রাশিচক্র সম্পূর্ণ করতে প্রায় ৩০ বছর সময় নেয়। সুতরাং,এক গ্রহ থেকে অন্য গ্রহে চিহ্ন পরিবর্তন করতে সময় লাগে আড়াই বছর। তাই শনির গ্রহের কারণে সব রাশির মানুষই চিন্তিত। কারণ শনির মন্দ প্রভাব যে কোনও রাশিকে সুদীর্ঘ সময় ভোগ করতে হয়। আবার ভাল প্রভাবও খুব শক্তিশালী।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতকরা ২০২৫ সালে শনির রাশি পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। বৃহস্পতির নিজস্ব রাশি মীন। এই রাশিতে শনির প্রবেশ করলে সিংহ রাশির জাতকরা ভাল সময় পাবে। সিংহর জাতকদের কাছে ভাল খবর আসতে পারে শিগগিরিই। দীর্ঘদিন ধরে পড়ে থাকা অমীমাংসিত কাজ এখন সম্পূর্ণ হবে। আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন।
কন্যা রাশি:
২০২৫ সালে মীন রাশিতে শনির গমন করবে। এতে কন্যা রাশির জাতকদের জন্য ভালো সময় আসবে। চাকরিজীবীরা ভাল সুবিধা পেতে পারেন। নতুন চাকরিতে পদোন্নতির ভালো সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। লাভের সুযোগ বাড়বে। নতুন বছরে আপনার আর্থিক অবস্থা ভালো হবে।
বৃশ্চিক রাশি:
শনির রাশির পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রচুর অর্থ পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে।
আরও পড়ুন :ধনতেরসে রাজযোগে টাকার বৃষ্টি, দীপাবলিতে দেবীর নজরে এই ৩ রাশি!
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে