Coal India Jobs: কোল ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ৬৪০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সংস্থাকে কেন্দ্র সরকারের মহারত্ন কোম্পানি বলা হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া (Recruitment News) শুরু হয়ে যাবে। যোগ্য প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে (Coal India Jobs) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার কোনো বিকল্প নেই এই নিয়োগে।
গেটের স্কোর প্রয়োজন
ম্যানেজমেন্ট ট্রেনির জন্য ৬৪০টি পদে নিয়োগের জন্য আবেদন (Recruitment News) করতে হলে আগ্রহী আবেদনকারীদের আবশ্যিকভাবে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অর্থাৎ তাদের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড স্কোর থাকতে হবে। গেট স্কোর পাওয়ার পরে প্রার্থীকে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in-এ গিয়ে আবেদন করতে হবে। ২৯ অক্টোবর থেকে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। ২৮ নভেম্বর পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে।
কোন কোন পদের জন্য কত প্রার্থী
২৯ অক্টোবর থেকে কোল ইন্ডিয়ায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই নিয়োগের মাধ্যমে মাইনিংয়ের সর্বোচ্চ ২৬৩টি পদ, মেকানিক্যালের ১০৪টি, ইলেকট্রিক্যালের ১০২টি, সিভিলের ৯১টি, সিস্টেমের ৪১টি এবং অন্যান্য পদে আরও ৩৯ জন লোককে নেওয়া হবে।
বয়সসীমা কত হবে
অসংরক্ষিত এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুসারে বয়সসীমা ৩০ বছরের বেশি হওয়া চলবে না কোল ইন্ডিয়ার এই নিয়োগে আবেদন করার জন্য। অন্যদিকে ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড় এবং এসটি প্রার্থীদের জন্য আবেদনকারীদের বয়সে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিটেক, বিই বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন। এক্ষেত্রেও প্রয়োজন হবে গেট স্কোর।
আবেদন ফি কত
কোল ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনি পদের নিয়োগের জন্য আবেদনের সময় অংসরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে ১১৮০ টাকা। তবে অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য কোল ইন্ডিয়া কোনো আবেদনের ফি নেবে না।
আরও পড়ুন: Noel Tata: টাটা সন্সের চেয়ারম্যান হতে পারবেন না নোয়েল টাটা, কারণ জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI