৩ অক্টোবর ২০২৫, শুক্রবার।  ৯টা বেজে ৪৯ মিনিটে, শনি বক্রী হয়ে মীন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনি গ্রহ পূর্বভাদ্রপদে আসার সঙ্গে সঙ্গে প্রভআব পড়তে চলেছে সারা বিশ্বেই। জ্যোতিষশাস্ত্র বলছে,   পূর্বভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির ২০° থেকে মীন রাশির ৩°২০′ পর্যন্ত বিস্তৃত।  শনি ১৩ জুলাই থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত বক্রী অবস্থায় আছেন। এই সময়ের মধ্যেই, ৩ অক্টোবর শনি মীন রাশিতে পূর্বভাদ্রপদে প্রবেশ করবে । ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সেখানেই থাকবে। বৃহৎসংহিতা (বরাহমিহির)-এ এক জায়গায় লেখা আছে,  শনি যখন পূর্বভাদ্রপদে থাকে, তখন দারিদ্র্য, রোগ, ক্ষমতায় কলহ বাড়ে এবং জনগণের মধ্যে ভয়ের উদয় হয়।

Continues below advertisement

জ্যোতিষশাস্ত্রে শনিকে সকল গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর গ্রহের তকমা দেওয়া হয়।  বাংলায় তিনি পূজিত বড়ঠাকুর নামে। একটি নির্দিষ্ট সময় পর রাশি এবং নক্ষত্র পরিবর্তন করেন শনি। উল্লেখ্য যে, শনি প্রতি আড়াই বছরে রাশি এবং এক বছরে একবার নক্ষত্র পরিবর্তন করেন। আগামী ৩ অক্টোবর তারিখে, দুর্গা পুজোর ঠিক পরে, শনি রাত রাত ৯ টা ৪৯ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এই নক্ষত্রে প্রবেশ করে শনিদেব কয়েকটি রাশির জাতকদের প্রচুর সুবিধা দেবেন। আসুন জেনে নেওয়া যাক শনির গতি পরিবর্তনের ফলে কোন রাশির জাতকদের লাভ হবে।

কর্কট রাশি- গুরুর নক্ষত্রে প্রবেশ করে শনি দেব কর্কট রাশির জাতকদের জন্য শুভ ফল আনবেন বলে মনে করা হচ্ছে । শনি গোচর করে এই রাশির নবম ঘরে অবস্থান করবেন এবং প্রতিটি কাজে সাফল্য এনে দেবেন। এই সময়ে, প্রতিটি কাজে ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে এবং সফ সাফল্য অর্জন করা যাবে। 

Continues below advertisement

কুম্ভ রাশি -  শনির নক্ষত্র পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জন্যও শুভ ও ইতিবাচক হতে চলেছে এই সময়ে আপনার আত্মবিশ্বাসের বৃদ্ধি হবে চাকরির ভালো সুযোগ আসবে এবং আর্থিক লাভ হবে।

মীন রাশি - শনির পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করা মীন রাশির জাতকদের জন্যও শুভ ফলদায়ী হবে। শনি গোচর করে আপনার রাশির লগ্ন অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করবে এবং ব্যবসা ও কর্মজীবনে সাফল্য এনে দেবে। এই সময়ে আপনার কাজের সুনাম হবে এবং সমাজে পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে এটা জানানো জরুরি যে ABPLive.com কোনো প্রকার বিশ্বাস, তথ্যের সত্যতা যাচাই করে না। কোনো তথ্য বা বিশ্বাসকে কাজে লাগানোর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। শনি দেব এখন মীন রাশিতে বক্র অবস্থায় অবস্থান করছেন। মীন রাশিতে থাকাকালীন তিনি দীপাবলির আগে নক্ষত্র পরিবর্তন করবেন। শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন, যা গুরুগ্রহ বা বৃহস্পতির নক্ষত্র।