শনি অস্ত এক গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা। জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে শনি । শনিগ্রহ প্রায় ২.৫ বছর ধরে একটি রাশিতে অবস্থান করে । শনি অস্তের প্রভাব কারও কারও ক্ষেত্রে অসুবিধে ডেকে আনতে পারে। শনি কর্মজীবনে প্রভাব বিস্তার করে।  শনি অস্ত কর্মজীবন, আর্থিক অবস্থা এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।  শনি অস্ত স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এছাড়া পারিবারিক দ্বন্দ্বের কারণ হতে পারে। সম্পর্কেও  টানাপোড়েন সৃষ্টি করতে পারে এই গ্রহ।  ১০২৫ সালে, ফেব্রুয়ারি মাসে শনি অস্ত যাবেন। তারপর  মার্চ মাসে তিনি স্থান পরিবর্তন করবেন।  

পঞ্চাঙ্গ অনুসারে, শনিদেব  ২৮ তারিখ কুম্ভ রাশিতেই অস্ত যাচ্ছেন।  যেদিন শনি অস্ত যাচ্ছে, সেই দিন চন্দ্রও কুম্ভ রাশিতে পরিভ্রমণ করছে।  যখন শনি এবং চন্দ্র সংযোগে থাকে, তখন বিষ যোগ তৈরি হয়। একে বলা হয় অশুভ যোগ। অর্থাৎ যেদিন শনি অস্ত যাচ্ছে, সেদিন একটি অশুভ যোগও তৈরি হচ্ছে। এর ফল ভুগবেন বেশ কয়েকটি রাশি । 

মেষ রাশি- শনি অস্ত গেলে রাগ বৃদ্ধি হবে এই রাশির।   খারাপ ভাষা ব্যবহার করবেন না। সমস্যায় পড়তে পারেন। বাড়িতে খরচ বৃদ্ধি পাবে।  অপ্রয়োজনীয় খরচের জন্য প্রস্তুত থাকুন। বিবাহিত জীবনে, আপনার স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অযথা দৌড়াদৌড়িতে সময় নষ্ট হতে পারে।

তুলা রাশি - শনির প্রিয় রাশি তুলা । শনির অস্ত যাওয়া এই রাশির জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। শনিদেব আপনার চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি। ২৮  ফেব্রুয়ারি, শনি এই পঞ্চম ঘরে অস্ত যাবে। প্রেম জীবনে প্রভাব ফেলবে। যদি  কোনও সম্পর্কে থাকেন, তাহলে  কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিয়ের ব্যাপারে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সময় লাগতে পারে। শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। শনি কেরিয়ারেও কিছু বাধা তৈরি করতে পারে। 

মকর রাশি- শনি আপনার এই রাশির অধিপতি।  মকর রাশিফলের প্রথম এবং দ্বিতীয় ঘরের অধিপতি। শনি মকরের দ্বিতীয় ঘরে অস্ত যাচ্ছে। অর্থ সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে। শনি আপনার কথা বার্তা তেতো করে তুলতে পারে। কথা বার্তা আরও নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি হবে।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।