শনিদেবকেই বলা হয় কলিযুগের ম্যাজিস্ট্রেট। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের মধ্যে বিচারকের স্থান শনিদেবের। শনির বিভিন্ন দশায় কয়েকটি রাশি থাকেন। তার দরুণ কোনও সময় খুব দুর্দশার মধ্য দিয়ে যেতে হয়। কখনও আবার শনির নজরেই ফেরে সুসময়। সব থেকে ধীর গতির গ্রহ শনি আগামী বছর, ২০২৫ সালে কয়েকটি রাশির জন্য সুসময় বয়ে নিয়ে আসবে। 


জ্যোতিষশাস্ত্র অনুসারে ৩০ বছর পরে, শশ রাজযোগ গঠন করছেন শনিদেব। এই যোগ গঠনের সঙ্গে সঙ্গে কয়েকটি রাশি সময় ভাল যাবে। ২০২৫ সালের মার্চ মাসে, কর্মের দাতা শনি মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে প্রবেশ করবে। ২০২৫ সালের ২৮ মার্চ তারিখটি শনির জন্য খুব গুরুত্বপূর্ণ। ২০২৫ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে শনি। এতে শশ রাজযোগ গঠিত হবে। শশ মহাপুরুষ রাজযোগ গঠনের সঙ্গে সঙ্গে ৩ টি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।


মিথুন রাশি 
শশ মহাপুরুষ রাজযোগ এই রাশিরজন্য উপকারী হবে । ২০২৫ সালে মিথুন রাশির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকতে পারে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হতে পারে। সমাজে সম্মান বাড়বে। দায়িত্ব বাড়বে।  কাজ সাফল্যমণ্ডিত করতে পরিশ্রম করতে হবে । মন খুশি থাকবে। বিভিন্ন কাজে স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন। স্ত্রীর পরামর্শ কার্যকর হতে পারে। 


মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এই শশ মহাপুরুষ রাজযোগে। ২০২৫ সালটি এই রাশির জাতকদের জন্য  বিশেষ হতে চলেছে। পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পাবে। রাজযোগের জন্য অনেক আটকে থাকা কাজও ভালভাবে হয়ে যাবে।  অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। আপনি দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকলে, তা থেকে মুক্তি পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। আয় বৃদ্ধি হতে পারে। চাকরিতে পদোন্নতি হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। 


কুম্ভ রাশি 
শনির এই শশ যোগ কুম্ভ রাশির জন্য পয়মন্ত প্রমাণিত হবে। জাতকের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে।এ সময় এই রাশির জাতকরা নতুন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এই সময় শুরু করা কাজ,ভবিষ্যতে অগ্রগতি এনে দেবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারেন।  সমাজে সম্মান বাড়বে।  নতুন চাকরি বা পদের সুযোগ পাবেন। ২০২৫ সালে দেশের জন্য কাজ করতে পারেন কিছু।  সন্তানদের কাছ থেকে সুখ পাবেন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন : 


চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন