কলকাতা : মানুষের কর্ম অনুযায়ী তাঁকে ফল দেন। সেই কারণে শনিকে ন্যায়ের দেবতা বলা হয়। শনি যদি আপনার দিকে মুখ তুলে চান, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। কিন্তু, কোনো কারণে যদি তিনি রুষ্ট হন, তাহলে আর রক্ষে নেই ! নেমে আসবে দুঃসময়।
২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করবে। তাতে শনির প্রভাবে কিছু রাশির কেরিয়ার ও আর্থিক উন্নতি হবে। মিলতে পারে বিশেষ লাভ। ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করার ফলে বাম্পার লাভ হবে তিন রাশির জাতকদের। ২০২৭ পর্যন্ত এই রাশিতেই থাকবেন ন্যায়ের দেবতা।
কুম্ভ রাশি - সব ক্ষেত্রে সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতকরা। খুবই লাভবান হবেন। চাকরিজীবীরা বিশেষ লাভবান হবেন। চাকরি পেতে পারেন বেকাররা। প্রোমোশনের পাশাপাশি বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। আচমকা ধনলাভ হতে পারে। আয়ের নতুন উৎস মিলতে পারে। সরকারি কাজে চলতে থাকা সমস্যা এবার কেটে যাবে।
বৃশ্চিক রাশি- এই সময়ের মধ্যে আপনি বকেয়া টাকা ফেরত পেতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। শনির রাশি পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। কোনও কাজে খুব পরিশ্রম করলে তার ফল মিলবে। পুরনো বিবাদ মিটে যাবে। পৈতৃক সম্পত্তিতে লাভ হবে। ঋণ কমবে। কাজের জন্য অনেক দূর যেতে হতে পারে। ব্যবসায় আকস্মিক লাভ হবে। দীর্ঘ যাত্রা করতে হবে।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের জন্যও শনির রাশি পরিবর্তন খুবই শুভ হতে চলেছে। এই সময়ে আপনি পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। সমাজে সম্মান বাড়তে পারে। ব্যবসায় আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি পাবেন। অবিবাহিতরাও বিয়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
আরও পড়ুন ; মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে শুক্রবার ? ব্যবসা কেমন চলতে পারে ? মেষ থেকে কন্যা রাশির ফল
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে