বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব কুম্ভ ও মকর রাশির অধিপতি। শনি গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে যাত্রা করতে প্রায় আড়াই বছর সময় নেয়। দীপাবলির পরে নভেম্বর মাসে শনি ফের গোচর হবে। শনি গতির অভিমুখ পরিবর্তন করবে। একই সঙ্গে শশ রাজ যোগও তৈরি হবে। এর ফলে তিন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। আসুন জেনে নেই এই তিনটি রাশি কী কী ।
মেষ রাশিফলশনির একটি বিরল রাজযোগ মেষ রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। কারণ শনির গমন এই রাশির আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। এই সময়ের মধ্যে আয় বৃদ্ধি ঘটবে। একই সময়ে, আপনার জন্য আয়ের নতুন পথ খুলে যাবে। আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তবে ধমনতেরসের পরে করুন। শ্রমিক শ্রেণীর লোকেরাও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ পাবেন। আপনি সহকর্মী এবং সিনিয়র এক্সিকিউটিভদের সঙ্গে ভালভাবে মিশতে পারবেন।
মকর রাশিফলবিরল রাজযোগ মকর রাশির মানুষদেরও প্রভাবিত করবে। এই সময়ে জাতকরা অনেক ভালো খবর পেতে পারেন। শনি এই রাশির আর্থিক অবস্থাকে প্রাভাবিত করবে। এই সময়কালে এই রাশির জাতকদের আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও, আপনার ব্যক্তিত্বে একটি ভাল পরিবর্তন আসবে। পরিবারে পরিবেশ ইতিবাচক থাকবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সাহচর্য ও অনুপ্রেরণা পাবেন। বন্ধুদের সহায়তায় আপনার অনেক কাজ সহজেই সম্পন্ন হবে।
বৃষ রাশিফলবৃষ রাশির জাতকদের জন্য শনির বিরল রাজযোগ খুবই অনুকূল প্রমাণিত হবে। তাই আপনি আপনার কর্ম অনুযায়ী ফল পাবেন। আপনি আপনার কাজে ভাল অগ্রগতি দেখতে পাবেন। এছাড়াও, ব্যবসায়ী শ্রেণীর মানুষরা ব্যবসায় ভাল উপার্জন করবে। শ্রমজীবী মানুষরা কর্মক্ষেত্রে অনেক নতুন দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
বুধবারের রাশিফল ( ২৪ জুলাই )
মেষ রাশি- আর্থিক ভাগ্যে শুভ সময়
বৃষ রাশি- কর্মস্থানে একাধিক সমস্যা হতে পারে
মিথুন রাশি- বাড়িতে অতিথি সমাগম হতে পারে
কর্কট রাশি- ব্যবসার ফল নিয়ে চিন্তা থাকবে
সিংহ রাশি- অতিরিক্ত পরিশ্রমে মানসিক চাপ
কন্যা রাশি- চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা
বৃশ্চিক রাশি- পরিবারে অশান্তির আশঙ্কা
ধনু রাশি- অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ
মকর রাশি- ব্যবসায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা
কুম্ভ রাশি- আইনি সমস্যা হতে পারে
মীন রাশি- বিনিয়োগে লাভ হতে পারে
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে