কলকাতা : ২০২৫ সালে, শনি কুম্ভ থেকে মীন রাশিতে চলে যাবে। আগমী ২৯ শনি তার নিজস্ব চিহ্ন কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতির চিহ্ন মীন রাশিতে স্থানান্তর করবে। শনি বিচার দেন। তাই শনির নজর এড়ানো কঠিন। তিনি ভাল মানুষকে ভাল, মন্দ মানুষকে মন্দ ফল দেন। শনি কুম্ভ রাশিতে থাকার জন্য সৃষ্ট শশ রাজযোগ শনি দূরে সরে যাবার পরও কয়েকটি রাশিকে সমৃদ্ধ করতে চলেছে। শশ রাজযোগ চলবে মার্চ ২০২৫ পর্যন্ত। এতে এই রাশিগুলো টাকা পয়সা , সম্পত্তি তো বটেই, কর্মজীবনে দুর্দান্ত সাফল্যও পাবে। পারিবারিক জীবনেও সুখ বাড়বে। খুব সুখের সময় কাটবে। শশ রাজযোগে উপকৃত হবে কোন কোন রাশি চলুন দেখে নিই।
বৃষ রাশির লাভের সম্ভাবনা রয়েছে।অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পাবেন। নতুন গাড়ি কেনার কথা ভাবতে পারেন। এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনের ব্যাপারে এই সময় যা সিদ্ধান্ত নেবেন , লাভবান হবেন। সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। আয় বৃদ্ধির কারণে ভাল পরিমাণ সঞ্চয় করতে পারবেন।
তুলা রাশির জাতকদের পদোন্নতি হতে পারে। কাজে সাফল্য পাবেন। কিছু বড় সাফল্য পেতে পারেন। চাকরি পরিবর্তন করলে বেতন বাড়বে। চাকরি পরিবর্তনে সফল হবেন। সময়টি খুব চমৎকার হতে চলেছে।
ধনু রাশির উন্নতি হবে। আপনি সাফল্য এবং অগ্রগতি অর্জন করবেন, তবে কঠিন চেষ্টা করতে হবে । কর্মজীবনে গত কয়েক বছর ধরে চলা অনেক সমস্যার অবসান ঘটবে। সন্তান সংক্রান্ত বিষয়ে খুব চিন্তিত হতে পারেন। তবে সমস্যা কেটেও যাবে।
মকর রাশি হলে পরিশ্রমের পুরো ফল পেতে চলেছেন। মন খুব খুশি হবে। চাকরতিতে সমস্ত সমস্যার সমাধান হবে। বিবাহের সম্ভাবনা রয়েছে। শুভ কাজের যোগ আছে ।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :
ভাগ্যে মঙ্গলের আচমকা স্থানবদল! পুজোর পরই দুর্ভোগ বাড়বে এই ৪ রাশির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে