মুম্বই: নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হল। দলে বড় কোনও চমক নেই। তবে প্রত্যাশা থাকলেও জাতীয় দলে মহম্মদ শামির (Mohammed Shami) প্রত্যাবর্তন পিছিয়ে গেল। কারণ, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে সুযোগ পাননি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি পেসার। তিনি যে পুরো ফিট নন, তা কার্যত পরিষ্কার।


সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া সফরেও শামিকে পাওয়া নিয়ে সংশয়। চোটমুক্ত হয়ে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন ডানহাতি পেসার? প্রশ্ন সব মহলে।


তবে শামি সুযোগ না পেলেও রিজার্ভ হিসাবে রাখা হল তিনজন পেসারকে। তাঁরা হলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নজরকাড়া পেসার হর্ষিত রানা, ময়ঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ইনিংস খেলা নীতীশ কুমার রেড্ডিকেও টেস্ট দলের রিজার্ভ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে।


 






যশপ্রীত বুমরাকে দলের সহ অধিনায়ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বছরের শেষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, সেই ম্যাচে নাও খেলতে পারেন রোহিত। সেক্ষেত্রে বুমরাকে কি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে?


নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল


রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাচ কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। 


রিজার্ভে থাকছেন: হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ময়ঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ


ভারত বনাম নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি


প্রথম টেস্ট


বেঙ্গালুরু, ১৬-২০ অক্টোবর


দ্বিতীয় টেস্ট


পুণে, ২৪-২৮ অক্টোবর


তৃতীয় টেস্ট


মুম্বই, ১-৫ নভেম্বর


আরও পড়ুন: অগ্নিপরীক্ষার সামনে সেঞ্চুরিকে কেরিয়ারের সেরা বাছলেন সুদীপ, তবু চাপ কাটাতে পারল না বাংলা



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।