হিন্দু ধর্মে শনিদেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।  জ্যোতিষশাস্ত্র  অনুসারে শনিদেব ন্যায়ের দেবতা। তিনি সকলকে তার কর্ম অনুসারেই ফল দেন। কেউ কেউ বলেন, শনি অতি নিষ্ঠুর। ন্যায়বিচারের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় শনিকে। তিনি বিচারকের মতোই কর্মের ভিত্তিতে ফল দেন। শনিবার শনিদেবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়।  শনি জয়ন্তীতে শনিদেবের পুজো করলে আশানুরূপ ফল দিতে পারে। 


অমাবস্যায়  শনিদেবের জন্ম তারিখ। বছরে দুবার শনি জয়ন্তী পালিত হয়। বৈশাখ অমাবস্যা ও জ্যৈষ্ঠ অমাবস্যা। এইবার শনি জয়ন্তী কবে, পুজোর সময় এবং তাৎপর্য জানুন।


বৈশাখে শনি জয়ন্তী  পড়েছে ৭-৮  মে। বুধবার । বৈশাখ অমাবস্যায় শনি জয়ন্তী পালিত হবে এদিন । বৈশাখ অমাবস্যায় দক্ষিণ ভারতে শনি জয়ন্তী পালিত হয়। শনিদেবের কৃপায় আর্থিক, মানসিক ও শারীরিক সুবিধা পাওয়া যায়। বৈশাখী অমাবস্যা তিথি শুরু ৭ মে । সকাল ১১.৪০ থেকে শুরু হবে তিথি। বৈশাখ অমাবস্যা শেষ হবে ৮ মে সকাল ৮ টা ৫১। তবে যেহেতু সূর্যোদয় ৮ মে । তাই এদিনই অনেকে শনি জয়ন্তী পালন করবেন। শনি পুজো করার উপযুক্ত বিকেল ৫.২০ থেকে ৭.১।  পুজো সূর্যাস্তের পরে করা হয়। 


জ্যৈষ্ঠ মাসো শনি জয়ন্তী পড়েছে  বৃহস্পতিবার, ৬ জুন।  জ্যৈষ্ঠ অমাবস্যায় উত্তর ভারতেপালন করা হয় শনি জয়ন্তী। জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তী পালিত হবে। এই দিনে বট সাবিত্রী উপবাসও পালন করা হয়। জ্যৈষ্ঠ অমাবস্যার শুরু ৫ জুন সন্ধে ৭.৫৪ থেকে। জ্যৈষ্ঠ অমাবস্যা শেষ হবে ৬ জুন সন্ধে ৬.০৭ এ। শনি পুজোর সময় সন্ধে বেলা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৮ টা।


শনি জয়ন্তীর তাৎপর্য
শনিদেব ভালো-মন্দ কাজের ফল দেরিতে দিলেও এর প্রভাব খুব কার্যকর। শনির শুভ ফল হিসেবে চাকরি ও ব্যবসায় উন্নতি, সম্পত্তি, আর্থিক লাভ এবং রাজনীতিতে বড় পদ লাভ হয়ে থাকে। শনি জয়ন্তীতে শনিদেবের আরাধনা করলে কুণ্ডলীতে সাড়ে সাতি ও ধইয়ার অশুভ প্রভাব কমে যায়।


শনি জয়ন্তী পুজো বিধি
শনি জয়ন্তীতে শনিদেবকে তিলের তেল নিবেদন করতে হবে। এর সঙ্গে একটি কালো কাপড়ও অর্পণ করুন। শমী গাছের পাতা এবং অপরাজিতা নীল ফুল তাদের পুজোয় মনো করে রাখা উচিত। তিল, উরদ, কালো কম্বল, বাদাম, লোহা, কয়লা এই জিনিসগুলিতে শনির প্রভাব রয়েছে। অভাবী মানুষকে শস্য, টাকা, কাপড়, জুতা, চপ্পল ও ছাতা দান করুন। এতে খুশি হন শনিদেব।


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।