কলকাতা: জ্যোতিষশাস্ত্র মতে শনি এবং মঙ্গল এই দুটিই বিশেষ গ্রহ। ষড়ষ্টক যোগ এই গ্রহের সংমিশ্রণে গঠিত হয়। আসলে এই যোগ অশুভ বলে মনে করা হয়। তবে বর্তমানে, শনি এবং মঙ্গল একসঙ্গে কিছু রাশির চিহ্নকে উপকৃত করবে। 


মঙ্গল হল গ্রহের সেনাপতি এবং শনি হল কর্মের দেবতা। মঙ্গল শুধুমাত্র রাশিচক্রকে প্রভাবিত করে না বরং দেশ ও বিশ্বকেও প্রভাবিত করে। যেখানে শনিদেব কর্ম অনুসারে শুভ ও অশুভ ফল দেন। বর্তমানে শনি কুম্ভ রাশিতে এবং মঙ্গল কর্কট রাশিতে।


শনিদেব ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবেন। মঙ্গল ৭ ডিসেম্বর কর্কট রাশিতে পিছিয়ে যাবে এবং ২১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই রাশিতে থাকবে। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, মঙ্গল এবং শনি একে অপরের থেকে ষষ্ঠ এবং অষ্টম ঘরে উপস্থিত থাকবে।


ষষ্ঠ ও অষ্টম ঘরে মঙ্গল ও শনি অবস্থান করলে এই সময়ে ষড়ষ্টক যোগ গঠিত হবে। আসলে, এই যোগ জ্যোতিষশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না। তবে এবার শনি-মঙ্গল একসঙ্গে অনেক রাশির জন্য ভাল করবে। 


মেষ রাশি-  শনি-মঙ্গলের ষড়ষ্টক যোগ মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে উপকারী হবে। পরিবারে সুখ ও সমৃদ্ধিও থাকবে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা থাকবে। এইভাবে এই লোকেরা আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে।


তুলা রাশি- তুলা রাশির জাতকদের আর্থিক সমস্যা দূর করতে ষড়ষ্টক যোগ উপকারী প্রমাণিত হবে। শনি ও মঙ্গল গ্রহের আশীর্বাদে আপনি বড়দের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। স্থবির কাজ গতি পাবে এবং ভাগ্য আপনার পক্ষে শুরু করবে।


কুম্ভ রাশি- মঙ্গল ও শনির ষড়ষ্টক যোগের কারণে কুম্ভ রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে সুফল পাবেন। চাকরি ও ব্যবসায় লাভ হবে এবং আয় বৃদ্ধি পাবে। বিনিয়োগ ইত্যাদির জন্যও এই সময়টি শুভ হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে