কলকাতা : সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব আছে পূর্ণিমা তিথির। মনে করা হয় যে, পূর্ণিমার দিনে চাঁদ তার সমস্ত মহিমায় পূর্ণ থাকে। এই কারণে এই দিনে শ্রী হরি ও দেবী লক্ষ্মীর পুজো করার প্রথা রয়েছে। কার্তিক মাসের শেষে কার্তিক পূর্ণিমা পালিত হয়। যাঁরা দেবী লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ চান, তাঁদের এই দিনে গঙ্গাস্নান করার পর বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবার কার্তিক পূর্ণিমায় মার্গি হয়ে যাচ্ছে শনি। শনির এই মার্গি দশার কারণে যেখানে কিছু রাশির জাতকরা লাভবান হবেন, সেখানে কিছু রাশির জাতকদের এর থেকে সাবধানে থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী...


শনি মার্গি ২০২৪-


দীপবলির পর বক্রি থেকে মার্গি হতে চলেছে শনি গ্রহ। ১৫ নভেম্বর, শুক্রবার নিজের রাশি কুম্ভতে মার্গি হতে চলেছে শনি। বিশেষ বিষয় হল, কার্তিক পূর্ণিমা উপলক্ষে শনি সরাসরি মার্গি হতে চলেছে। এই পরিস্থিতিতে কিছু রাশিচক্রকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


কর্কট রাশি-


কার্তিক পূর্ণিমার দিন কিছুটা কষ্টকর হতে চলেছে কর্কট রাশির জাতকদের। কারণ, এই দিনে শনি মার্গি হবে। কর্কট রাশির জাতকদের এই দিনে নিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়াবেন না। তা আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। শনির পথ আপনার রাশিচক্রের উপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে। এই পরিস্থিতিতে কেউ রেগে যেতে পারে, খিটখিটে থাকতে পারে এবং কাজ করতে পছন্দ করবে না।


শনি মার্গির দুষ্প্রভাব থেকে বাঁচতে শনিদেবকে প্রতি শনিবার সরিষার তেল দিন-


মীন রাশি -


মীন রাশির জাতকদের উপরও শনি মার্গির প্রতিকূল প্রভাব পড়তে চলেছে। এর কারণে কোনো গুরুতর বিষয়ে ফেঁসে যেতে পারেন। পরিবারে আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। তাই বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গে কাটান। কোনো হিংসা পুষে রাখবেন না। শনিদেবকে খুশি রাখতে হলে সবসময় ভাল কাজ করতে হবে। প্রেমজীবনে সঙ্গীকে সাহায্য করুন। অপমান করলে আপনার সম্পর্ক শেষ হয়ে যেতে পারে।


শনি মার্গির দুষ্প্রভাব থেকে বাঁচতে হলে হনুমান চালিসা পাঠ করা শুভ বলে মনে করা হয়-


মকর রাশি-


মকর রাশির জাতকদের জন্য ১৫ নভেম্বর দিনটি খুবই মুশকিলজনক মনে হবে। সাবধানে থাকতে হবে। কোনো রকমের নেশা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই নেশা করবেন না। এই সময়টা আপনার পক্ষে নেই। পরিবারের লোকজনের সঙ্গে যতটা বেশি সম্ভব কাটান।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে