ন্যায়ের দেবতা শনি দেব শীঘ্রই মার্গী হবেন। শনি হল সবচেয়ে ধীর গতির গ্রহ। শনি বর্তমানে তার রাশিচক্র কুম্ভ রাশিতে উপবিষ্ট। কুম্ভ রাশিতে শনির পশ্চাৎপদ গতি চলছে। গত ৩০ জুন থেকেই শনি এমন বিপরীতমুখী অবস্থায় রয়েছে। বক্রী অবস্থা মানে বিপরীত গতি। এই সময় শনি হাঁটেন পিছন দিকে। শনি পশ্চাৎপদ এবং শনির প্রত্যক্ষ গতির আলাদা আলাদা মানে রয়েছে। শনির এই বিপরীতমুখী গতি ১৩৫ দিনের থাকছে । আগামী ১৫ নভেম্বরে শনি আবার হাঁটবেন প্রত্যক্ষ ভাবে। যখন একটি গ্রহ স্বাভাবিক গতিতে সরতে থাকে, তখন তাকে প্রত্যক্ষ বলা হয়। শনি প্রত্যক্ষ হওয়ার জন্য কয়েকটি রাশির জাতকদের অনেক উপকার হতে চলেছে। তবে সবটাই ১৫ নভেম্বর থেকে।
কর্কট রাশি
১৫ নভেম্বর থেকে কর্কট রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হচ্ছে। এই সময়ে কর্কট রাশির জাতকদের আর্থিক সমস্যার অবসান ঘটবে। আর্থিক সঙ্কট ও যাবতীয় অভাব দূর হবে । জীবনে দীর্ঘদিন ধরে চলমান সমস্যাগুলির অবসান ঘটবে।
বৃশ্চিক রাশি
শনি বক্রী থেকে সরাসরি হওয়ার পরই বৃশ্চিক রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই রাশির আর্থিক ও মানসিক সমস্যার অবসান হবে। জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন। শনিদেবের কৃপায় আপনার সমস্ত কাজ সহজে হয়ে যাবে। এই সময়টায় কোনও সম্পত্তি কেনাও শুভ হবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা বর্তমানে শনির সাড়ে সাতির দশায় আছেন। তবে ১৫ নভেম্বর থেকে মকর রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। শনির এই দশায়, মকর রাশির জাতকদের অনেক অসুবিধা আসতে পারে। আপনি যে কাজটি শেষ করার অপেক্ষায় ছিলেন তা এখন সম্পূর্ণ হবে। অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হবে।
কুম্ভ রাশি
১৫ নভেম্বরের পর কুম্ভ রাশির জাতকদের জীবনে চলতে থাকা ঝামেলা শেষ হবে। অভিভাবকদের সহযোগিতা পাবেন। পড়াশোনা করছেন, যাঁরা, তাঁদের সমস্যার সমাধান হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরি ও কর্মজীবনে উন্নতি হবে।
মীন রাশি
১৫ নভেম্বরের পরের সময়টি মীন রাশির জাতকদের জন্য খুবই শুভ। কর্মক্ষেত্রে অনেকের সমর্থন পাবেন। আপনার অবস্থানের পরিবর্তনও হতে পারে, আপনি একটি নতুন চাকরি পেতে পারেন। এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, আপনি দীর্ঘদিন ধরে যদি কোনও কাজের চেষ্টা করে থাকেন, তাহলে সেটার ফল পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।