কলকাতা : কর্মের দাতা শনিদেব। মানুষ যেমন কর্ম করেন, তার ভিত্তিতে ফল দেন ন্যায়ের দেবতা। এহেন শনির মার্গি হওয়াকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ ও ইতিবাচক বলে মনে করা হয়। শনি মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আটকে থাকা কাজ শেষ হতে শুরু করে। কিছু রাশির জাতকরা শনির মার্গি হওয়ার জেরে লাভবান হবেন। আবার কিছু রাশির জাতকদের ক্ষতিও হতে পারে। এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে রয়েছে। পরের বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে। আর দিনকয়েকের মধ্যে অর্থাৎ ১৫ নভেম্বর থেকে শনিদেব সরাসরি তার মূলত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে গমন শুরু করছে। যার অশুভ প্রভাব কিছু রাশিচক্রের উপর দেখা যাবে। 


মকর রাশি (Makar Rashi)- শনির সোজা চলাফেরা অসুবিধা বাড়াতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। শ্বশুরবাড়ি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে। সম্পর্ক বাঁচাতে, আপনাদের একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত। এছাড়া আর্থিক সঙ্কটে পড়তে হতে পারে। 


কর্কট রাশি (Karkat Rashi)- আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কারও সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, অন্যথা আপনার সম্পর্কের মধ্যে বিবাদ হতে পারে। বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির সরাসরি বাঁক ক্ষতিকারক হতে পারে। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। 


মীন রাশি (Meen Rashi)- শনির সরাসরি গতি মীন রাশির জাতকদের জন্য মারাত্মক হতে পারে। শনির গোচর মীন রাশির জাতকদের জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। শনির গতি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে। কোন কিছুতেই সাফল্য সহজে অর্জিত হবে না। পারিবারিক জীবনে মনোযোগ দিতে হবে। Shani Margi News


আরও পড়ুন ; বিশৃঙ্খলায় শুরু হচ্ছে নভেম্বর, লক্ষ্য পূরণের চাপ, টক-মিষ্টি প্রেম; গোটা মাসটা কেমন কাটবে মকর রাশির ?


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে