জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৫ সালে বেশ কয়েকটি বিরল ঘটনা ঘটতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের  দৃষ্টিকোণ থেকে খুব বিশেষ একটি ঘটনা ঘটতে চলেছে আগামী মার্চ মাসে। এ বছর শনি, বৃহস্পতি এবং রাহু-কেতুর মতো বড় গ্রহ রাশিচক্র পরিবর্তন করবে। যখনই এই চারটি গ্রহ যে কোনও রাশিতে গমন করে, তারা দীর্ঘকাল অবস্থান করে। এর ফলে তাদের প্রভাব দীর্ঘকাল ধরে মানুষের জীবনে থাকে। 


 ২০২৫ সালে চারটি গ্রহণের ঘটনা ঘটার কথা।  ২৯ মার্চ, ন্যায় ও কর্মের দাতা শনি তার নিজস্ব চিহ্ন কুম্ভ রাশি ছেড়ে যাত্রা করবেন বৃহস্পতির মীন রাশিতে। দেবগুরুর রাশি মীন। ২৯ মার্চ, মীন রাশিতে শনির স্থানান্তরের  ফলে , মীন রাশিতে শনি এবং সূর্যের মিলন ঘটবে। এছাড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বছরের প্রথম সূর্যগ্রহণ।  ২৯ মার্চ, প্রায় আড়াই বছর পর, শনির রাশি পরিবর্তন হচ্ছে।  ওই একই দিনে একটি সূর্যগ্রহণ। এই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতির সতর্কবার্তা রয়েছে কয়েকটি রাশির জন্য ।  


মেষ রাশি: 
২০২৫ সালে মেষ রাশির জাতকদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। বছরের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চে  শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। সূর্যগ্রহণের দিন বৃহস্পতির মীন রাশিতে শনির গমনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর শনির সাড়ে সাতি শুরু হবে।  এমন পরিস্থিতিতে আপনি নানা বিষয়ে ব্যর্থতা হতাশার মধ্যে ফেলতে পারে এই রাশির জাতককে।  আর্থিক ক্ষতি চাপে রাখতে পারে।  চাকরিতে ঝামেলা আসতে পারে। ব্যবসায় সমস্যা  হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়বে।  খরচও বাড়বে , নেতিবাচক চিন্তা আসবে। 


কুম্ভ রাশি :
কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বাধা পর্যুদস্ত করতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক চ্যালেঞ্জ ঝামেলায় ফেলবে।  অবাঞ্ছিত কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। 


মীন রাশি: 
মীন রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।  শনি ২৯ মার্চ থেকে এখানেই থাকবেন আগামী আড়াই বছর।  মীল রাশির জাতকরা আত্মবিশ্বাস হারাতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। চাকরিজীবীদের চাকরিতে কিছু ঝামেলা আসতে পারে। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন জাতকরা।   


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।