শনি 2024 : নবগ্রহের মধ্যে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় । শনি মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। প্রত্যেক মানুষকেই সারা জীবনে কোনও না কোনও সময়ে শনির ক্রোধের সম্মুখীন হতে হয়। শনির নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করে।কারও কারও ওপর এই অশুভ প্রভাব খুব প্রবল হয়। আবার কারও ক্ষেত্রে অতটাও কষ্টকর হয় না শনির প্রভাব। 


বর্তমানে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অধিষ্ঠিত। ৩ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন হবে।  রাহুর  শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে শনি। রাহুকে পাপী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে শনিকে নিষ্ঠুর গ্রহ হিসাবে মনে করেন অনেকে।  পঞ্চাঙ্গ অনুসারে, শনি ৩ অক্টোবর, দুপুর সাড়ে ১২ টা নাগাদ,  শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে শনি। ২৭  ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে শনি। শতভিষা নক্ষত্রে থেকে শনি কিছু রাশির জন্য শুভ ফল নিয়ে আসবে। 


বৃষ রাশি :  শনি যখন শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে তখন বৃষ রাশির জাতক জাতিকারা অনেক উপকার পাবেন। এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে অনেক উপকৃত হবেন।  পেশাগত জীবনে দারুণ সাফল্য আসবে।   বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকলে তা অবশ্যই সত্যি হতে পারে।  আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে ব্যবসা করছেন তাঁরা  লাভবান হবেন। এই সময়ে  স্বাস্থ্য ভালো থাকবে।


ধনু রাশি : শনির নক্ষত্র পরিবর্তনের জন্য ধনু রাশির জাতকরা বস্তুগত সুখ পাবেন। কর্মজীবনে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।  নতুন কাজের সুযোগও পেতে পারেন। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সহকর্মীদের সঙ্গে আরও ভাল সম্পর্ক তৈরি হবে।  সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে।  সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। আপনার প্রেম জীবনও ভালো যাবে। ঘরে সুখ থাকবে।


মেষ রাশি : রাহুর নক্ষত্রে শনির প্রবেশে মেষ রাশির জাতকদের অনেক ইচ্ছা পূরণ করতে পারে।  যে কাজটি সম্পূর্ণ করতে চেয়েছিলেন তা অবশ্যই এখন সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে ধার করা টাকা ফেরত দেওয়া যাবে। জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা উপকৃত হবেন। আপনি আপনার কর্মজীবনে সন্তুষ্ট থাকবেন। শনিদেব আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবেন। আধ্যাত্মিক দিকে মন যাবে। স্বাস্থ্যও ভালো থাকবে।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।