কলকাতা: শীঘ্রই আসতে চলেছে tata curvv, ৭ অগাস্ট প্রথমবারের জন্য ev সংস্করণ আসবে এই গাড়ির। ICE সংস্করণেও বেশকিছু বড় পরিবর্তন হয়েছে। ফলে একটি নতুন পাওয়ারট্রেন সংমিশ্রণ আসছে। কী কী পরিবর্তন আসছে? কী কী পাওয়া যাবে এতে? কী কী রয়েছে?


Dimensions and exteriors:
Tata Curvv এর দৈর্ঘ্য 4330 mm, এই গাড়ির হুইলবেস ২৫৬০ মিমি। এর চওড়া ১৮১০ মিমি। এই গাড়ির বুট ক্যাপাসিটি রয়েছে ৫০০ লিটারের। যেটা এর যারা প্রতিযোগী গাড়ি- সেগুলির জন্য় আরও বেশি। এর মধ্য়েই Curvv EV-তে frunk-ও রয়েছে। এই গাড়ির ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে- aero insert-সহ। এই গাড়িতে রয়েছে ফ্লাশ ডোর হ্যান্ডেল। Curvv EV-তে রয়েছে নতুন ধরনের গ্রিল।                                                  


Interiors and features:
EV এবং ICE- ভার্সন ২টোতেই রয়েছে ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন। তার সঙ্গেই রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গেই tata nexon-এর মতোই phygital control panel রয়েছে। এর সঙ্গেই ভয়েস অ্যাসিস্টেড প্যানারোমিক সানরুফ। এর সঙ্গেই রয়েছে 6-way powered driver seat, যাত্রীদের আসনেও ভেন্টিলেশন রয়েছে। iRA কানেক্টেড কার টেক, ভয়েস অ্যাসিস্ট্যান্স, লেভেল ২ ADAS। এই tata curvv- এ রয়েছে powered tailgate, রয়েছে মুড লাইটিং, পাওয়ার্ড হ্যান্ডব্রেক। যাত্রী সুরক্ষার দিকেও নজর রাখা হয়েছে- রয়েছে ৬ এয়ারব্যাগ। গাড়িতে হয়েছে JBL অডিও সিস্টেম।                                   


Powertrains:
TATA Curvv-এ রয়েছে ৩টি পাওয়ারট্রেন। EV ভার্সনে রয়েছে এই প্রথমটি। EV ভার্সনে রয়েছে বড় ব্য়াটারি প্যাক। যা Nexon EV-এর তুলনায় বেশি মাইলেজ দেবে। ICE -তে ২টি টার্বো পেট্রল পাওয়ারট্রেন থাকবে। নতুন আসছে 1.2L টার্বো জিডিআই ইঞ্জিন। 115 hp শক্তি এবং 260 Nm সহ একটি ডিজেল ইঞ্জিন থাকবে। তিনটি পাওয়ারট্রেন প্লাস ড্রাইভ মোডের সাথে একটি স্বয়ংক্রিয় ডুয়াল ক্লাচও থাকছে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?


 

Car loan Information:

Calculate Car Loan EMI