জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে। শনিকে একটি কঠিন ও নিষ্ঠুর গ্রহ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে শনির রাশি পরিবর্তনকে  অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলেন। তাই শনির প্রভাব যে কোনও রাশির উপর বেশি স্থায়ী হয়ে থাকে।  শনিদেব আড়াই বছরে  একবার রাশি বদল করেন। পরবর্তী রাশিতে প্রবেশ করেন। সেই সঙ্গে সঙ্গে কোনও রাশির সাড়ে সাতি ও ধইয়া শুরু হয়। 


শনির রাশি পরিবর্তনের জন্য কারো উপকার হয় আবার কারো ক্ষতি হয়। ,আগামী বছরের মার্চ মাসেই শনি ফের রাশি পরিবর্তন করবেন। সেই সঙ্গে নতুন করে শুরু হয়ে যাবে একটি রাশির সাড়ে সাতি ও ২ রাশির ধইয়া। ধইয়ার প্রভাব থাকে আড়াই বছর, সাড়ে সাতির প্রভাব থাকে সাড়ে সাত বছর। 


এখন শনি আছেন কুম্ভতে। কুম্ভ, মকর ও মীন রাশিতে শনির সাড়ে সাতি চলছে। আর ধইয়ার প্রভাবে আছেন কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা। ২০২৫ সালে রাশি পরিবর্তন করবেন শনিদেব। আগামী ২৯ মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে। শনি তার রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রাশির চিহ্ন শনির সাড়ে সাতি এবং ধইয়া থেকে স্বস্তি পাবে।  


২০২৫ সালে ২৯ মার্চের পরে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকরা শনির প্রভাব থেকে মুক্তি পাবেন। এর পর সিংহ ও ধনু রাশিতে শুরু হবে শনি ধাইয়া। শনির ধাইয়া আড়াই বছর স্থায়ী হয়। 


মীন রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতির প্রথম পর্ব। যার কারণে মীন রাশির মানুষদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও, কুম্ভ এবং মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি দ্বারা প্রভাবিত থাকবে। শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়ে যায়। ২০২৫ সালে সিংহ, ধনু, কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের সাবধান ও সতর্ক থাকতে হবে। 


আরও পড়ুন : ধনতেরসে রাজযোগে টাকার বৃষ্টি, দীপাবলিতে দেবীর নজরে এই ৩ রাশি!


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে