জ্যোতিষশাস্ত্র অনুসারে, নয়টি গ্রহের মধ্যে মানুষের জীবনে শনিদেবের প্রভাব গুরুত্বপূর্ণ। শনিদেবের বেশ কয়েকটি দশা আছে। এই দশায় থাকলে অনেক কঠিন চ্যালেঞ্জ আসতে পারে জাতকদের জীবনে। এমনটাই মনে করেন জ্যোতিষশাস্ত্রবিদরা। শনির মহাদশা, সাড়ে সাতি, ধইয়া - প্রতিটিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটির প্রভাবও মানুষভেদে আলাদা।  

Continues below advertisement

শনির কৃপা একজন ব্যক্তিকে দরিদ্র থেকে রাজা করে তুলতে পারে। আবার অন্যায়কারীকে উচিত শিক্ষা দিয়ে পথেও বসাতে পারেন শনি। শনিদেবকে কর্মফলেরদেবতা বলা হয়। তিনি ন্যায়বিচার করেন। কর্মফল বুঝিয়য়ে দেন, রোগ, যন্ত্রণা এবং কলহের মতো সমস্যায় ফেলে। মনে করা হয়, যদি কোনও ব্যক্তি ভালো কাজ না করে, তাহলে তাদের শনির নেতিবাচক প্রভাবের মুখোমুখি হতে হয়। তবে, যারা ভালো কাজ করে শনিদেবকে খুশি করে, তারা স্থায়ী সাফল্য পান। তবে তাদের দীর্ঘ সময় ধরে লড়াই চালাতে হয়। আগামী ২০২৬ সালে কোন রাশির জাতকদের শনি সাড়ে সাতির মুখোমুখি হতে হবে ? আসুন জেনে নেওয়া যাক। 

২০২৬ সালে শনির গোচর ১২টি রাশির জীবনে কীভাবে প্রভাব ফেলবে ?  

Continues below advertisement

পঞ্চাঙ্গ অনুসারে , ২০২৬ সালে , শনি নতুন কোনও রাশিচক্রের মধ্য দিয়ে ভ্রমণ করবে না, বরং নক্ষত্রবদল হবে শনির।  একসময় বিপরীতমুখী হবে। অস্ত যাবে । ফের উদয় হবে। ফলস্বরূপ, মানুষের জীবনে ঘনঘন পরিবর্তন নিশ্চিত। ২০২৬ সালে শনির গতি কখন পরিবর্তিত হবে ? ১২টি রাশির জীবনে এটি কীভাবে প্রভাব ফেলবে? জেনে নেওয়া যাক। 

২০২৬ সালে শনির গতি কখন পরিবর্তন হবে ? ১২টি রাশির উপর এর প্রভাব কী হবে ?

  • ২৯শে মার্চ , ২০২৫ তারিখে , শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করেছে। ২০২৬ সালেও শনি মীন রাশিতে অবস্থান করবে ।
  • ৭ মার্চ , ২০২৬ থেকে ১৩ এপ্রিল , ২০২৬ পর্যন্ত শনি অস্তমিত অবস্থানে থাকবে , এরপর ফের উদয় হবে।
  • ২৭ জুলাই , ২০২৬ থেকে ১১ ডিসেম্বর , ২০২৬ এর মধ্যে শনি গ্রহ বিপরীতমুখী হবে । ১১ ডিসেম্বর , ২০২৬ এর পরে শনি গ্রহের গোচর হবে । 

২০২৬ সালের মাঝামাঝি সময়ে শনির সাড়ে সতী কোন রাশির উপর প্রভাব ফেলবে ?

২০২৬ সালে, মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সতীর প্রথম পর্যায়ে থাকবে । মীন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সতীর দ্বিতীয় পর্যায়ে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির তৃতীয় ও শেষ পর্যায়ে থাকবে । 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।