নয়াদিল্লি: আইপিএলের ট্রেড উইন্ডো এখনও খোলা রয়েছে। এই ট্রেড উইন্ডোতে যে কয়টি বড় নামের দলবদলের খবর বারংবার শিরোনাম কেড়েছে, তার মধ্যে অন্যতম হল কেএল রাহুল (KL Rahul)। তারকা কিপার-ব্য়াটারকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। তবে সেই ট্রেডিংটা নাকি প্রায় ভেস্তে যাওয়ার পথে।

Continues below advertisement

ANI-র রিপোর্ট অনুযায়ী কেকেআর পরবর্তী আইপিএল মরশুমে রাহুলকে দলের টপ অর্ডার ব্যাটার তথা অধিনায়ক হিসাবে নিতে বদ্ধপরিকর। রাহুলের সঙ্গে দলের নবনিযুক্ত প্রধান কোচ অভিষেক নায়ারের সম্পর্কের সমীকরণও অত্যন্ত মিষ্টিমধুর। সেই সম্পর্কের জোরেই কেকেআর ম্যানেজমেন্ট রাহুলকে আনার বিষয়ে আশাবাদী। কিন্তু বরাবরই প্রশ্ন ছিল রাহুলের বদলে কে? শোনা যাচ্ছিল রাহুলের বদলে কেকেআর তারকা অলরাউন্ডার, তথা দলের বহু যুদ্ধের ঘোড়া আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে আগ্রহী। তবে রাহুলের বদলে রাসেলকে নিতে ক্যাপিটালস একেবারেই আগ্রহী নয়।

দিল্লি কর্তৃপক্ষ তুলনামূলক তরুণ ক্রিকেটারকে দলে নিতে আগ্রহী। সেই কারণেই দাবি করা হচ্ছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি রাহুলের বদলে রিঙ্কু সিংহ এবং রমণদীপকে নিতে আগ্রহী। কেকেআরকে নাকি একাধিক প্রস্তাব দিলেও TOI-র রিপোর্ট অনুযায়ী নাইট কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। রাহুলের বদলে সুনীল নারাইন অথবা হর্ষিত রানা, অঙ্গকৃষ রঘুবংশী বা রিঙ্কু সিংহ এবং অঙ্ককৃষের বিকল্প দেওয়া হয়েছিল। তবে প্রতিটি প্রস্তাবই নাকি দিল্লি ক্য়াপিটালসের তরফে নাকচ করে দেওয়া হয়েছে।

Continues below advertisement

তবে সঞ্জু স্যামসনের ট্রেড উইন্ডোতে দল বদল করার সম্ভাবনা প্রবল। সেই ট্রেড চুক্তি পাকা হওয়ার পথে অনেকটাই এগিয়েওছে। TOI-র রিপোর্ট অনুযায়ী সঞ্জু স্যামসনের সঙ্গে ট্রেডে ট্রিস্টান স্টাবসের অদলবদল করতে আগ্রহী রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। সেই চুক্তি পাকা হওয়ার পথে বলেই খবর।

রিপোর্টে দাবি করা হচ্ছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি স্যামসনকে দলে পেতে আগ্রহী ছিল। তবে তারা দলের মূল তারকাদের কাউকেই ছাড়তে আগ্রহী ছিল না। কেএল রাহুলের নামও এই ট্রেডে আলোচনা করা হয়েছিল। তবে ক্যাপিটালস কর্তৃপক্ষ নাকি গত মরশুমে দলের অন্যতম সেরা পারফর্মারকে ছাড়তে নারাজ। উপরন্তু, রাহুলের ব্র্যান্ড ভ্যালুকেও হাতছাড়া করতে চায়নি ক্যাপিটালস। পরিবর্তকে স্টাবসের নাম প্রস্তাব দেওয়া হয়। রাজস্থান কর্তৃপক্ষে স্টাবসকে দলে পেতে আগ্রহী হলেও, তার সঙ্গে আরও এক আনক্যাপড ক্রিকেটারকে স্যামসমনের বদলি হিসাবে চেয়েছিল। দিল্লি অবশ্য তাতে নারাজ। তাই হয়তো স্টাবস আর স্যামসনেরই সরাসরি ট্রেডিং হতে চলেছে।